Advertisement
  • প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২১, ২০২২

‌জয়ের পথ পরিষ্কার রাখতেই কী আইসিসিতে চেয়ারম্যান পদের দৌড়ে বাদ সৌরভ

আরম্ভ ওয়েব ডেস্ক
‌জয়ের পথ পরিষ্কার রাখতেই কী আইসিসিতে চেয়ারম্যান পদের দৌড়ে বাদ সৌরভ

আইসিসি–র চেয়ারম্যানের পদে সৌরভ গাঙ্গুলির বসার সম্ভাবনা শেষ। ২০ অক্টোবর বৃহস্পতিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু ভারতীয় বোর্ডের সমর্থন না পাওয়ায় আইসিসি–র চেয়ারম্যানের পদে বসার স্বপ্নপূরণ হল না সৌরভের। ১৮ অক্টোবর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার পরই বোর্ড কর্তারা নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন। সেদিনই সৌরভকে বুঝিয়ে দেওয়া হয়েছিল, তাঁকে আইসিসি–র চেয়ারম্যান পদের জন্য সমর্থন করছে না বোর্ড।

কেন সৌরভকে আইসিসি–তে পাঠাল না ভারতীয় বোর্ড?‌ সামনে উঠে আসছে অন্য অঙ্ক। এবছরই বর্তমান চেয়ারম্যান জর্জ বার্কলের মেয়াদ শেষ। যদিও আরও ২ বছরের মেয়াদে তিনি এই পদে থাকতে পারবেন। ভারতীয় বোর্ড সিদ্ধান্ত নিয়েছে জর্জ বার্কলেকে আরও একটা মেয়াদের জন্য সমর্থন করবে। ২ বছর পর ভারতীয় বোর্ডে জয় শাহের সচিবের মেয়াদ শেষ হবে। ওয়াকিবহাল মহলের ধারণা, আইসিসি–র চেয়ারম্যান পদে জয় শাহের রাস্তা পরিষ্কার রাখতেই এবার লড়াইয়ে না নামার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

নতুন নিয়ম অনুযায়ী এখন আইসিসি–র চেয়ারম্যান হতে গেলে কোনও দেশের ক্রিকেট বোর্ডের প্রতিনিধি না হলেও চলবে। সেক্ষেত্রে সৌরভ গাঙ্গুলি চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াতেই পারতেন। কিন্তু ঝুঁকি নেননি তিনি। সৌরভ জানেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সমর্থন ছাড়া এই লড়াইয়ে নামা বোকামি। কারণ, ক্রিকেট বিশ্বে ‘‌বড় দাদা’‌ হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের দারুণ প্রভাব রয়েছে। ব্যক্তিগতভাবে নির্বাচনে লড়াই করতে নামলে হালে পানি পাবেন না, সেকথা বিচক্ষণ জানেন সৌরভ। ভারত বিরোধী কিছু দেশের সমর্থন হয়তো পেতেন, কিন্তু জেতার জন্য তা যথেষ্ট নয়। বলতে গেলে জয় শাহ–র জন্যই সৌরভের আইসিসি–তে যাওয়া আটকে গেল। ভবিষ্যতে তাঁকে যে পাঠানো হবে, সে সম্ভাবনাও ক্ষীণ।

আইসিসি–তে যেতে না পারলেও ক্রিকেট প্রশাসকজীবন অবশ্য শেষ হচ্ছে না সৌরভের। আবার সিএবি–র প্রশাসনে ফিরছেন। প্রেসিডেন্ট পদে লড়াই করবেন বলে নিজেই জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে অবশ্য কেউ লড়াই করছেন না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার সিএবি–র মসনদে বসতে চলেছেন। ২৩ অক্টোবর মনোনয়ন জমা দেবেন। সেই মতো প্রস্তুতি চলছে। নিজের মতো দল সাজিয়ে নিচ্ছেন সৌরভ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!