- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ৪, ২০২৩
শ্রীনিধি ডেকানকে হারিয়ে আই লিগের শীর্ষে উঠে এল মহমেডান
আই লিগে দারুণ গতিতে এগিয়ে চলেছে মহমেডান। অ্যাওয়ে ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখল ঘরের মাঠে ফিরেও। ঘরের মাঠে শ্রীনিধি ডেকানকে ২–১ ব্যবধানে হারিয়ে আবার লিগ টেবিলের শীর্ষে উঠে এল সাদাকালো ব্রিগেড। শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে দুর্দান্ত ফুটবল উপহার দিলেন আন্দ্রে চেরনিশভের ফুটবলাররা।
কলকাতা লিগের মাঝপথে মেহেরাজউদ্দিনকে সরিয়ে আবার আন্দ্রে চেরনিশভের হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন মহমেডান কর্তারা। তার সুফল পাচ্ছে ক্লাব। তাঁর কোচিংয়ে আই লিগে নিজেদের দারুণভাবে মেলে ধরছেন রেমসাঙ্গা, ডেভিড, কাসিমভ, অ্যালেক্সিজরা। এখনও পর্যন্ত আই লিগে টানা ৭ ম্যাচ অপরাজিত মহমেডান।
প্রথম ম্যাচ জেতার পর লাজং এফসি–র কাছে আটকে গিয়েছিল সাদাকালো ব্রিগেড। তারপর টানা ৪ ম্যাচে জয়। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে খেলতে নেমেছিল মহমেডান। লক্ষ্য ছিল শীর্ষস্থান থেকে ডেকানকে টেনে নামানো। নির্বাসন কাটিয়ে কাসিমভ ও অ্যালেক্সিজ দলে ফেরায় মহমেডানের কাজ অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। কারণ হার্নান্ডেজের সঙ্গে এই দুই বিদেশি যুক্ত হওয়ায় আক্রমণভাগের শক্তি অনেকটাই বেড়ে যায়।
ম্যাচের শুরু থেকেই মহমেডানের প্রাধান্য ছিল। বেশ কয়েকটা সুযোগও তৈরি হয়। ৩৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল মহমেডানের সামনে। অ্যালেক্সিসের ফ্রিকিক শ্রীনিধির এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলে ঢোকার মুখে কোনও রকমে বাঁচান শ্রীনিধি গোলকিপার অ্যালবিনো। সেই বল আবার গোলে ঢোকার মুখে গুরমুখ হেডে গোললাইন থেকে সেই বল বার করেন। ৩ মিনিট পরেই কাসিমভের দুরন্ত গোলে এগিয়ে যায় মহমেডান। ৬০ মিনিটে ডিকার সেন্টার থেকে হার্নান্ডেজ দুরন্ত হেডে ২–০ করেন।
ম্যাচ শেষ হওয়ার মিনিট দশেক আগে রোমা ভিয়াকে বক্সের মধ্যে ফাউল করেন মহমেডানের ইরশাদ। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। রেফারির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন মহমেডান ফুটবলাররা। পেনাল্টি থেকে গোল করে উইলিয়ামস ব্যবধান কমান। ৭ ম্যাচের ৬টি জিতে ও একটিতে ড্র করে ১৯ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে থাকল মহমেডান।
❤ Support Us