Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৪, ২০২৫

এশিয়ার মাটিতে সর্বনিম্ন রানের রেকর্ড অস্ট্রেলিয়ার, শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ

আরম্ভ ওয়েব ডেস্ক
এশিয়ার মাটিতে সর্বনিম্ন রানের রেকর্ড অস্ট্রেলিয়ার, শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুনাম ধরে রাখতে পারবে তো অস্ট্রেলিয়া? চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি একেবারেই ভাল হল না একদিনের ক্রিকেটে বিশ্বসেরাদের। শ্রীলঙ্কার কাছে একদিনের সিরিজে বিধ্বস্ত হতে হল অসিদের। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হার। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা জিতল ১৭৪ রানের বিশাল ব্যবধানে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার এই সিরিজ ছিল মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি। সেই প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়া এদিন প্রথম একাদশে ৫টি পরিবর্তন করে। দলে ফেরানো হয় ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েলকে। দুজনের কেউই অবশ্য রান পাননি।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। শুরুতে পাতুম নিশাঙ্কাকে (৬) হারালেও নিশান মাদুশকাকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৯৮ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস। ৫১ রানে মাদুশকা আউট হওয়ার পর কামিন্দু মেন্ডিস আউট হন ৪ রান করে। এরপর আসালাঙ্কার সঙ্গে ৯৪ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস। এই দুজনই শ্রীলঙ্কাকে টেনে নিয়ে যান। ১০২ রান করে আউট হন কুশল। আগের ম্যাচে সেঞ্চুরি করা আসালঙ্কা ৭৮ রান করে অপরাজিত থাকেন। লিয়ানেগে ২১ বলে করেন অপরাজিত ৩২। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২৮১ তোলে শ্রীলঙ্কা।

জয়ের জন্য ২৮২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল অস্ট্রেলিয়া। ৩৩ রানের মধ্যে ফিরে যান ম্যাথু শর্ট (২), জেক ফ্রেজার-ম্যাকগার্ক (৯) ও ট্রভিস হেড (১৮)। আউট । এরপর জশ ইংলিস ও স্টিভ স্মিথ ৪৬ রানের জুটি গড়েছিলেন। ইংলিস ২২ রান করে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হলে এরপর কেউ দাঁড়াতেই পারেননি। শেষ ২৮ রান নিতে তারা হারিয়েছে ৭ উইকেট। দলের সর্বোচ্চ ২৯ রান এসেছে অধিনায়ক স্মিথের ব্যাটে। স্পিনার দুনিত ওয়েল্লালাগে নিয়েছেন ৪ উইকেট। ৩টি করে উইকেট নিয়েছেন হাসারাঙ্গা ও আসিতা ফার্নান্দো।

একদিনের ক্রিকেটে এশিয়ার মাটিতে এদিন সর্বনিম্ন রানের নজির গড়ল অস্ট্রেলিয়া। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। একদিনের ক্রিকেটে শ্রীলঙ্কার কাছে এই বিপর্যয় অসিদের কাছে বিপদ সংকেত।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!