Advertisement
  • কে | রি | য়া | র-ক্যা | ম্পা | স টে | ক | স | ই
  • ফেব্রুয়ারি ১৮, ২০২৩

রাজ্যে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার কোর্সের সূচনায় সেন্ট জেভিয়ার্স

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যে প্রথম  কৃত্রিম বুদ্ধিমত্তার কোর্সের সূচনায় সেন্ট জেভিয়ার্স

কৃত্রিম বুদ্ধিমত্তাই কি শাসন করবে আগামী দুনিয়া ? ব্যক্তি মানুষের জায়গায় যন্ত্রর চিন্তাভাবনার ভিত্তিতেই কি গড়ে উঠবে আগামী সভ্যতার ইমারত? নয়া প্রযুক্তিকে নিয়ে এমন প্রশ্ন রয়েছে বহুদিন ধরে। সংশয়ের এই আবহে, সেণ্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় শুরু করতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন কোর্স। রাজ্যে প্রথাগতভাবে সর্বপ্রথম  শুরু হবে কৃত্রিম বুদ্ধিমত্তার পঠন পাঠন। 

প্রযুক্তির দুনিয়ার বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভবিষ্যতে যুগান্তকারী পরিবর্তন আনবে নয়া প্রযুক্তি। তাই এ ব্যাপারে পড়াশোনা করবার ওপর যদি বর্তমানে পড়ুয়ারা গুরুত্ব দেয় তাহলে আগামী দিনে তাঁদের কাজের অভাব হবে না। বিভিন্ন বাণিজ্যিক কোম্পানিতে বিজনেস আনালিটিক্স, বিজনেস ডেভেলপারের কাজ তো আছেই, সেই সঙ্গে থাকছে বৈজ্ঞানিক গবেষণার সুযোগ।

ছাত্রছাত্রীদের বহুমাত্রিক ভবিষ্যতের কথা ভেবেই সেণ্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় তাঁদের পাঠ্যক্রমে অন্তর্ভূক্ত করতে চলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর একটি কোর্সকে। সেন্ট জেভিয়ার্সের নতুন বিল্ডিং-এ উদ্বোধনের পর শুরু হবে পঠন-পাঠন। শেখানো হবে, কীভাবে যন্ত্রের মধ্যে বুদ্ধি যোগ করে দিতে হয়। কৃত্রিম বুদ্ধিত্তার পাধাপাশি থাকছে রোবোটিক্স, এভিয়েশন, ম্যানেজমেণ্ট, ল ও মাস কমের এর কোর্স।

উপাচার্য ফাদার জন ফেলিক্স রাজ জানাচ্ছেন, শুধু চিরাচরিত পড়াশোনা নয়, কর্মমুখী শিক্ষার ব্যাপারে চিন্তা ভাবনা করেছে বিশ্ববিদ্যালয়। যে কারণে, স্টার্ট আপের ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা। আগামী দিনে চাকরির পাশাপাশি, ব্যবসা নিয়েও যাতে ছাত্রছাত্রীরা আগ্রহী হয়, সেজন্য তৈরি হয়েছে সেন্টার ফর ইনকিউবেশন অ‌্যান্ড কনসালেটেন্সি অ‌্যান্ড এন্টারপ্রেনারশিপ। রাজ্যের বিভিন্ন জায়গার উদ্যোগপতিরা আসবেন। জানাবেন ব্যবসা সম্পর্কিত নতুন ধারণার কথা। উপাচার্যর কথায়, আপাতত ১৭ একর জমির ওপর রয়েছে বিশ্ববিদ্যালয়। আগামি দিনে যে সব নতুন কোর্স আনা হবে তার জন্য প্রয়োজনীয় জমির ব্যবস্থা করা হবে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষা প্রসারে জমির অভাব হবে না। স্পষ্ট বক্তব্য তাঁর।


  • Tags:

Read by: 80 views

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage billboard publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!