- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ৫, ২০২২
ছোরার ভয়ঙ্কর উন্মাদনা ! কানাডায় মৃত ১০।
পুলিশ অভিযান অব্যাহত। ধৃত ২ দুর্বৃত্ত। হৃদয় বিদারক ঘটনা, বললেন প্রেসিডেন্ট ট্রুডো। ঘটনাস্থলে জাতীয় জরুরি অবস্থা।

চিত্র সংগৃহীত
হিংসার উন্মাদনায়, ভয়ের কবলে কানাডার উত্তর পশ্চিমের প্রত্যন্ত গ্রামীন এলাকা ওয়েলডন। আজ সকালে, দুই দুর্বৃত্ত এলোপাথাড়ি ছোরাঘাতে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ১৫। তাঁদের অবস্থা গুরুতর। হাসপাতালে প্রত্যেকের চিকিৎসা চলছে। কানাডা সরকার ঘটনার এলাকায় জরুরি অবস্থা ঘোষনা করেছে। গ্রামীন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রশাসন সতর্ক। পুলিশের গাড়ি অশান্তু রুখতে ওয়েলডনে ছুটছে।
প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো বলেছেন, হৃদয় বিদারক ঘটনা। অশান্তি রুখতে আমরা বদ্ধপরিকর। হঠাৎ কেন গণহিংসা ছড়িয়ে পড়ল, কারণ খুঁজে দেখছে। ২০০০ বাসিন্দার ওয়েলডনে কাউকে বাড়ির বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। এলাকার আদি বাসিন্দার সংখ্যা মাত্র ২০০। তাঁদের সঙ্গে বহিরাগতদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠছে। ধৃত দুই দুর্বৃত্ত ডেমিয়ান স্যান্ডারসন (৩১) আর মাইলস স্যান্ডারসন হঠাৎ কেন উন্মাদের মতো ছোরা নিয়ে পথচারী ও গৃহবাসীদের উপর ঝাঁপিয়ে পড়ল, তল্লাশি চলছে। এদের পারস্পরিক সম্পর্ক কী, খতিয়ে দেখা হচ্ছে তা। ওয়েলডন মাদক ব্যবসার জন্য কুখ্যাত। এলাকার আদিবাসীরা মাদক কারবারের সঙ্গে যুক্ত, বলেছেন স্থানীয় প্রশাসন প্রধান ববি ক্যামেরন। ওয়েলডনের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে।
❤ Support Us