- ভা | ই | রা | ল
- সেপ্টেম্বর ২, ২০২২
ভেঙ্গে পড়ল প্রাক্তন পাক প্রধান মন্ত্রীর মঞ্চ, হৈচৈ!
পাকিস্তানের বন্যা পরিস্থিতি নিয়ে, দেশের পশ্চিমাঞ্চলের ফাজিলপুরে ভাষণ দিচ্ছিলেন প্রাক্তন পাক প্রাধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।

চিত্র সংবাদ
পাকিস্তানের বন্যা পরিস্থিতি নিয়ে, দেশের পশ্চিমাঞ্চলের ফাজিলপুরে ভাষণ দিচ্ছিলেন প্রাক্তন পাক প্রাধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। সুপরিচিত, সুশিক্ষিত চোখের সামনে হুড়মুড় করে ভেঙ্গে পড়ে মঞ্চ। গিলানি ভারসাম্য হারাননি। তাঁর গায়ে চোট লাগেনি। ভাঙ্গা মঞ্চে দাঁড়িয়েই ভাষন চালিয়ে গেলেন। মঞ্চ ভেঙ্গে পড়ার দৃশ্যটী ভাইরাল হতেই হৈচৈ সুরু পাকিস্তানে। প্রশ্ন উঠছে, প্রাক্তন প্রধান মন্ত্রীর নিরাপত্তার ব্যবস্থার কেন নড়বড়ে! সতর্কতা কোথায়?
❤ Support Us