Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • আগস্ট ১১, ২০২৩

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার রহস্যমৃত্যুতে প্রশাসনের কড়া পদক্ষেপ । ঘটনায় পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে প্রাক্তনী সৌরভ চৌধুরী

আরম্ভ ওয়েব ডেস্ক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার রহস্যমৃত্যুতে প্রশাসনের কড়া পদক্ষেপ । ঘটনায় পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে প্রাক্তনী সৌরভ চৌধুরী

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার রহস্যমৃত্যুতে কড়া প্রশাসন। আটক সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তনী। তাকে জেরা করছে পুলিশ। এদিকে স্বপ্নদ্বীপের বাবা রামপ্রসাদ কুন্ডু জানিয়েছেন, “বুধবার যখন তাঁর ছেলে স্বপ্নদীপ রাতে তার মা কে ফোন করে বলে, মা আমি ভালো নেই। আমায় এখন থেকে নিয়ে যায়। তখন হঠাৎ স্বপ্নদীপের ফোনটা বন্ধ করে দেওয়া হয়। তারপর একটা ফোন আসে সৌরভ নামের একজনের ফোন থেকে। সে বলে কাকু আপনাদের আজ রাতে আসতে হবে না। কাল আপনারা আসুন।” স্বপ্নদীপের বাবা আরও   “যখন সৌরভ নামের ওই ছেলেটির কাছ থেকে ফোন আসে তখন মনে হচ্ছে যেখান থেকেই ফোন আসছে তখন সেখানে খুব কোলাহল শুনছিলাম। আমার ধারণা আমার ছেলের গলার স্বর শুনে মনে হচ্ছিল ওকে অনেকে চেপে ধরে রেখেছে। তখনই ওরা আমার ছেলেকে কি ধর্ষণ করছিল? এই সৌরভই আমার ছেলেকে খুন করেছে। ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

পুলিশ এখন এই সৌরভ চৌধুরীকে এখনও গ্রেফতার করেনি, আটক করে জেরা করছে। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে র‍্যাগিং হয় সেটা প্রমাণ দিয়েছেন শুক্রবার স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুর বিচার চেয়ে মিছিল করা এই তারকা খচিত বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রছাত্রী। তারা বলেছেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্াগিং একটা রীতিতে দাঁড়িয়েছে। ভর্তি হলে এবং হোস্টেলে থাকলে র্াগিং শুরু হয়। সেটা যৌন নির্যাতনে গিয়ে পৌঁছয়, এটি কিছু বিকৃত সিনিয়র পড়ুয়াদের রুচি। অথচ ভর্তির সময় বিশ্বিদ্যালয় হলফনামা নেয়,  যাতে রাগিং করা হলে কঠিন শাস্তির উল্লেখ করা থাকে।স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে, এত নিয়মের পরও কেন ছাত্রদের মার্মান্তিক পরিণতি হচ্ছে বিশ্ববিদ্যালয় চত্বরে ? অধ্যাপকরা , হোস্টেল সুপার, ডিন অফ স্টুডেন্ট কি করেন?”

প্রশ্ন উঠছে যাদবপুর বিশ্ববিদ্যালয় “হোক কলরব” করতে পারে তাহলে এখন কেন দুষ্কৃতীদের , স্বপ্নদীপের খুনিদের গ্রেফতারির দাবিতে রাস্তায় মিছিল করে যাদবপুর স্তব্ধ করে দিচ্ছেন না?  স্বপ্নদীপের বাবা বলছিলেন, “আমি টাকার অভাবে ছেলেকে মেস ভাড়া করে দিতে পারিনি। সেটা পারলে হয়তো এই জানোয়ারদের হাতে আমার ছেলেকে মরতে হতো না।”


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!