Advertisement
  • দে । শ
  • আগস্ট ২৮, ২০২৩

৩৭০ ধারার প্রত্যাহার নিয়ে বিতর্কিত মন্তব্য। কেন সাসপেন্ড কাশ্মীরি অধ্যাপক? লেফটেন্যান্ট গভর্নরের কৈফিয়ত চাইল সুপ্রিম কোর্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
৩৭০ ধারার প্রত্যাহার নিয়ে বিতর্কিত মন্তব্য। কেন সাসপেন্ড কাশ্মীরি অধ্যাপক? লেফটেন্যান্ট গভর্নরের কৈফিয়ত চাইল সুপ্রিম কোর্ট

৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন জম্মু ও কাশ্মীরের  এক অধ্যাপক। তার দিন দুই পড়েই তাঁকে সাসপেন্ড করে কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষা বিভাগ। এই ঘটনায় সোমবার তীব্র অসন্তোষ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। বিচারপতিদের প্রশ্ন তুলেছেন, “প্রতিশোধ” নিতেই কি এই বরখাস্তের সিদ্ধান্ত ?

কাশ্মীরের সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জহুর আহমেদ বাট। তিনি নিজে একজন ডিগ্রিধারী আইনজ্ঞও । ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল হওয়া অনেক মামলার একটির আবেদনকারী তিনি। গত ২৩ আগস্ট সুপ্রিম কোর্টে হাজির হয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন এই অধ্যাপক। সরকারি সিদ্ধান্তকে সংবিধানবিরোধী ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে অভিহিত করেছিলেন তিনি। এর পর ২৫ আগস্ট জম্মু-কাশ্মীরের শিক্ষা বিভাগ তাঁকে সাসপেন্ড করেছে।

দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ ওই প্রশাসনিক সিদ্ধান্ত খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন  সোমবার। কেন্দ্রের আইনজীবীকে নির্দেশ দেওয়া হয়েছে, এই বিষয়ে অবিলম্বে উপত্যকার লেফ্টেন্যান্ট গভার্নর মনোজ সিনহার সঙ্গে কথা বলে বিষয়টি আদালতকে তাঁর জানাতে হবে। অধ্যাপককে অপসারণের কারণ জানাতে হবে। শুনানিতে বিচারপতিদের বেঞ্চ জানতে চায়, যদি কেন্দ্রের বিরুদ্ধে আদালতে হাজিরা দেওয়ার অপরাধেই চাকরি গিয়ে থাকে অধ্যাপকের, তবে বিষয়টিকে “প্রতিশোধ” হিসেবেই বিবেচিত হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!