Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১, ২০২৩

গোয়েন্দা অভিযানে নিকেশ আইএসআইএসের শীর্ষ নেতা।দাবি এরদোগানের

আরম্ভ ওয়েব ডেস্ক
গোয়েন্দা অভিযানে নিকেশ আইএসআইএসের শীর্ষ নেতা।দাবি এরদোগানের

আইএসআইএসের শীর্ষ নেতা নিহত, দাবি তুরস্কের গোয়েন্দাদের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, মৃতের নাম দায়েশ। দায়েশের ছদ্মনাম আবু হুসেইন আল-কুরেশি। তুরস্কের গোয়েন্দারা রবিবার সিরিয়ায় অভিযান চালিয়ে দায়েশ ওরফে আবু হুসেইন আল-কুরেশিকে হত্যা করেছেন।

সূত্রের খবর, ওই শীর্ষ জঙ্গি নেতাকে হত্যা করার জন্যে সিরিয়াতে তুরস্কের গোয়েন্দাদের অভিযানে সহযোগিতা করেছে স্থানীয় মিলিটারি পুলিশ। উত্তর-পশ্চিম সিরিয়ার আফরিনে অভিযান চালানো হয় একটি পরিত্যক্ত খামারে। সেখানেই হদিশ মেলে দায়েশের। ওই খামারে্ ইসলামিক স্কুল চালানো হচ্ছিল বলে গোয়েন্দা সূত্রের খবর।

সিরিয়াতে জঙ্গিদের বিরুদ্ধে ২০২০ সাল থেকেই অভিযান চালাচ্ছে তুরস্ক। অভিযান চালানো হয়েছে করোনা পরিস্থিতিতেও। এরপর গতকালের অভিযানে বড় ধরনের সাফল্য পেলেন তুরস্কের গোয়েন্দারা।

সিরিয়াতে জঙ্গিদের বিরু্দ্ধে এপ্রিলের মাঝামাঝি সময়ে অভিযান চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। উত্তর সিরিয়ায় এই অভিযান চালাতে ব্যবহার করা হয়েছে হেলিকপ্টার। এরপরই মার্কিন যুক্তরাষ্ট্র জানায়, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে জঙ্গি হানা চালানোর পরিকল্পনা করেছে আইএসআইএস। গত এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্র ওই অভিযান চালিয়ে হত্যা করেছে আইএসআইএসের আরেক শীর্ষ নেতাকে। মৃতের নাম আবদ-আল হাদি মাহমুদ আল-হাজি আলি। তার বিরুদ্ধে অভিযোগ, অন্তত ৪১জনকে খুন করেছে সে। এঁদের মধ্যে ২৪জন নিরীহ নাগরিক।

এছাড়া গত এপ্রিলের প্রথম সপ্তাহেও আইএসআইএসের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০১৯ সালেই মার্কিন যুক্তরাষ্ট্র জানায়, আইএসআইএসের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে। এরপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযানে আইএসআইএসের একাধিক শীর্ষ নেতার মৃত্যু হল। তবে সিরিয়াতে লাগাতার পাল্টা হামলা চালাচ্ছে আইএসআইএস জঙ্গিরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!