- কে | রি | য়া | র-ক্যা | ম্পা | স
- জুন ৪, ২০২২
মেধা তালিকায় রেকর্ড গড়ল অনগ্রসর সমাজের পড়ুয়ারা।

সব রেকর্ড ভেঙ্গে দিচ্ছে পড়ুয়ারা। আগে মেধাতালিকায় ১০ জনের জনের মধ্যে একাধিক ছাত্রের একই নম্বর অর্জনের দূষ্টান্ত খুব বেশি মিলত না। এখন পরীক্ষার্থীর সংখ্যা যেমন বেড়েছে, তেমনি সমনম্বর পেয়ে উত্তীর্ণদের সংখ্যাগত আয়তন বাড়ছে। এবারের মেধাতালিকায় প্রথম দশ-এ সমান নম্বর পেয়েছে ১১৪ জন। শীর্ষে দুজন। রামহরি রামকূষ্ণ মিশন হাইস্কুলের ছাত্র অর্নব গড়াই এবং বর্ধমানের সি.এম হাইস্কুলের পড়ুয়া রৌনক মণ্ডল। দ্বিতীয় স্থান অধিকার করেছে মালদার কৌশিকি সরকার ও রৌনক মন্ডল। তৃতীয় অনন্যা দাশগুপ্ত আর দেবশিখা প্রধান। চতুর্থ হয়েছে অভীক দাস, অভিষেক গুপ্ত, সাগ্নিক কুমার দে, শ্রুতর্ষি ত্রিপাঠি। শ্রুতর্ষি কলকাতা পাঠভবনের ছাত্র। পঞ্চম স্থান অধীকারীর সংখ্যা ১১। এঁদের সবাই গ্রাম বাংলার বাসিন্দা। মেধা তালিকা খতিয়ে দেখা গেছে, সমনম্বর প্রাপকদের সংখ্যা পূর্বগামীদের সব রেকর্ডকে অতিক্রম করেছে। দ্বিতীয়ত, অনগ্রসর সমাজের পড়ুয়ারা এবার সাফল্যে অধিকতর উজ্জ্বল। চতুর্থ ছাত্রী আর গ্রামীন স্কুলগুলির পড়ুয়ারাও মাইলফলক হয়ে উঠেছে।
❤ Support Us