- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ১৭, ২০২৫
অনুষ্ঠিত হল কলকাতা জেলা দাবা, চ্যাম্পিয়ন ও রানার্সরা খেলবে রাজ্য প্রতিযোগিতায়

অনুষ্ঠিত হল ১২তম কলকাতা জেলা দাবা প্রতিযোগিতা। আয়োজন করল কলকাতা দাবা সংস্থা। হালতুর শহীদ স্মৃতি সংঘে প্রতিযোগিতায় ২৪০ জন অংশ নিয়েছিল। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স রাজ্য দাবায় খেলবে।
দু’দিন ব্যাপী এই দাবা প্রতিযোগিয়া মোট পাঁচটি বিভাগে খেলা হল। ওপেন বিভাগ ছাড়াও ছিল অনূর্ধ্ব ৭, অনূর্ধ্ব ৯, অনূর্ধ্ব ১১ ও অনূর্ধ্ব ১৩। ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন সৃজন সাহা। ট্রফি ছাড়াও তিনি পেয়েছের ৪ হাজার টাকা আর্থিক পুরস্কার। দ্বিতীয় হয়েছেন রিশান দেবনাথ। তিনি পেয়েছেন ৩ হাজার টাকা আর্থিক পুরস্কার। ওপেন বিভাগে প্রথম ২০ জন দাবাড়ুকে পুরস্কৃত করা হয়েছে। মহিলা বিভাগে সেরা হয়েছেন দেবপ্রিয়া মান্না।
অনূর্ধ্ব ৭ বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মাধব মুন্ডারা, রানার্স কাজি আদিয়ান আমেদ। বালিকা বিভাগে যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার্স সায়াস্থা সিং ও শ্রীনিকা দাস। অনূর্ধ্ব ৯ বালক বিভাগে চ্যাম্পিয়ন ও রানার্স অনিকেত দাস ও অভিরাজ রায়, বালিকা বিভাগে ইশিতা লাহিড়ী ও অমিস্থা দত্ত। অনূর্ধ্ব ১১ বলিকা বিভাগে চ্যাম্পিয়ন সুচন্দা মজুমদার, রানার্স অদিত্রি বৈশ্য। বালক বিভাগে চ্যাম্পিয়ন স্পন্দন দেবনাথ, রানার্স আলেখ্য মিত্র। অনূর্ধ্ব ১৩ ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন সম্রাট সুতার, রানার্স যুবরাজ মুকিম। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন ও রানার্স যথাক্রমে রূপসা মণ্ডল ও ভুমিকা বল।
প্রতিটি বিভাগের ছেলেদের ৬ জনকে ও মেয়েদের ৪ জনকে ট্রফি তুলে দেওয়া হয়। ট্রফিগুলি স্পনসর করেছে ওয়েলফিন। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন ওয়েলফিন সংস্থার কর্ণধার বিশিষ্ট দাবাপ্রেমী তাপস চক্রবর্তী। তিনি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।
❤ Support Us