- এই মুহূর্তে
- এপ্রিল ১, ২০২২
৩টি কারণে কোভিডের সংক্রমণ বাড়ছে, উদ্বিগ্ন হু

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কখন কী বলে, ঠিক নেই । এবার ওরা বলছে, কোভিড বাড়ছে এবং এর কারণ তিনটি। কোনো কোনো দেশে সংক্রমণের চেহারা আশঙ্কাজনক। কোথাও ওমিক্রন, কোথাও ওমিক্রন BA.2, কোথাও ডেল্টা ও ওমিক্রনের সংক্রমণ দেহে ঢুকে পড়ছে । চিকিৎসকরা এর নাম দিয়েছেন হাইব্রিড কোভিড ।কিন্তু এই ধরনের সংক্রমণের হার বাড়ছে কেন ? বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে টিকার প্রভাব কমছে । নতুন করে করোনা ছড়ানোর এটি একটি বড় কারণ । দ্বিতীয়ত, ওমিক্রন BA.2 এবং পুরনো ওমিক্রনও টিকার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে উঠছে । তাই সহজেই অনেকের শরীরে জীবাণু বাসা বাঁধছে । কারও কারও ক্ষেত্রে কোনও উপসর্গ দেখা যাচ্ছে না । এ কারণেই বোঝা যাচ্ছে না, কে সংক্রমিত আর কে সংক্রমিত নন । বহু সংখ্যক মানুষের গলা ও নাকে বীজানু ছড়িয়ে আছে। তাই চুপিসারে সংক্রমণ ঘটছে । তবে এই হার ভয়াবহ নয় । তবু সতর্কতা দরকার ।
❤ Support Us