Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • আগস্ট ৩০, ২০২৩

যাদবপুরের হস্টেলে প্রবেশে পুলিশকে বাধা, মামলায় তিনজনেরই জামিন, তবে কারামুক্ত আপতত এক

আরম্ভ ওয়েব ডেস্ক
যাদবপুরের হস্টেলে প্রবেশে পুলিশকে বাধা, মামলায় তিনজনেরই জামিন, তবে কারামুক্ত আপতত এক

যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় পুলিশকে বাধা দেওয়ার মামলায় জামিন তিন অভিযুক্তের। এরা হলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী জয়দীপ ঘোষ এবং দুই সিনিয়র ছাত্র, তাঁদের বিরুদ্ধে ৯ অগাস্ট রাতে যাদবপুর মেন হস্টেলে পুলিশকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ছিল।

অভিযুক্তদের আইনজীবীর দাবি, এই মামলায় তিনজনকেই জামিন দিয়েছে আদালত। তবে জামিন পেলেও জেল থেকে মুক্তি পাবেন শুধু জয়দীপ। বাকিদের এখনও থাকতে হবে পুলিশ হেফাজতেই।

যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী জয়দীপকে বুধবার আদালতে পেশ করা হয়। পাশাপাশি, ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেফতার যাদবপুরের দুই পড়ুয়া দীপশেখর দত্ত এবং মনতোষ ঘোষকেও এই একই মামলায় আদালতে তোলা হয় বুধবার। পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় অভিযুক্তদের আইনজীবীরা যুক্তি দেন, পুলিশ জানিয়েছে, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা পেয়েছিল ৯ অগস্ট রাতে। যদি পুলিশ দায়িত্ব পালনে বাধা পেয়েই থাকে তবে সেই অভিযোগে মামলা করতে তাদের ৭২ ঘণ্টার বেশি সময় লাগল কেন? পুলিশ তার আগে কী করছিল?

প্রসঙ্গত, ৯ অগাস্ট রাতে পুলিশকে যখন মেন হস্টেলে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছিল পুলিশ তখনই কেন পুলিশ ওই হস্টেলের গেট ভেঙে ঢোকেননি? কেন ঘটনার দিন হস্টেলে ঢুকতে বাধা পেয়ে তৎক্ষনাৎ পুলিশ এফআইআর বা মামলা করল না ওই হস্টেলের আবাসিকদের বিরুদ্ধে?


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!