- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২৮, ২০২৩
ধর্মতলায় শাহ সভার দিনই তৃণমূলের ‘কালা দিবস’ পালনের ডাক
২৯ নভেম্বর ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে অমিত শাহের সভার দিনই কালা দিবস পালনের ডাক দিল তৃণমূল। এই উপলক্ষ্যে আগামিকাল বুধবার বিধানসভায় তৃণমূলের বিধায়কদের কালো পোশাক পরে আসার নির্দেশ দিয়েছে তৃণমূল পরিষদীয় দল। মঙ্গলবারও ধরনা, পালটা ধরনায় উত্তেজনার পারদ চড়েছে বিধানসভার। বিধানসভার মঙ্গলবারের ছবিটা ছিল এই রকম– একদিকে কেন্দ্রের বঞ্চনা বিরুদ্ধে ধরনা দিচ্ছে তৃণমূল। অন্যদিকে রাজ্যের দুর্নীতি নিয়ে পালটা ধর্নায় দিচ্ছে বিজেপি।
২৯ নভেম্বর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে কলকাতার ভিক্তোরিয়া হাউসের সামনে, যেখানে ২১ জুলাই তৃণমূল সভা করে প্রতি বছর, সেখানে সভা করছেন। এই সভার প্রধান বক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির দাবি, ১০০ দিনের কাজ-সহ নানান প্রকল্পে পশ্চিমবঙ্গে ব্যাপক দুর্নীতি হয়েছে। রাজ্যের তরফে কেন্দ্রীয় তহবিলের খরচের হিসেব দেওয়া হচ্ছে না। তাই কেন্দ্রের তরফে টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এই অভিযোগ প্রমাণ করতে ধর্মতলায় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে বঞ্চিতদের নিয়ে সভা করছে রাজ্য বিজেপি। সেই সভায় থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সভার দিনই পালটা কালা দিবস পালন করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল।
তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, রাজ্যের বিরুদ্ধে ষড়য়ন্ত্র করছে বিজেপি। মিথ্য়ে অভিযোগ আনা হচ্ছে রাজ্যের বিরুদ্ধে। আবার তারাই মিথ্য়ে অভিযোগ এনে সভা করছে ধর্মতলায়। এরই প্রতিবাদে তৃণমূল ওই একই দিনে কালা দিবস পালনের ডাক দিয়েছে।
মঙ্গলবার বিজেপি বিধানসভায় রাজ্য়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চায়। তবে দুর্নীতির দাবিতে মুলতবি প্রস্তাব শুধু পড়তে দেওয়া হয়। তা নিয়ে আলোচনার অনুমতি স্পিকার না দেওয়ায় স্পিকারের সামনেই অধিবেশনের মধ্যে শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বাকি বিধায়করা চোর চোর বলে স্লোগান দিতে থাকে। এর পরই অধিবেশন থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। অধিবেশন কক্ষের বাইরেও স্পিকার যখন সামনে দিয়ে যাচ্ছিলেন তখন আবারও চোর চোর স্লোগান দেওয়া হয় বিজেপির তরফে। তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায় বলেন, “সবকিছুর একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। যারা এরকম মুলতুবি প্রস্তাব আনছে, তাঁদের জিজ্ঞাসা করুন এটা কি আদৌ উচিত?”
তবে বিজেপি শাসক দলের বিরুদ্ধে স্পিকারের কোনও যুক্তি না গ্রাহ্য করে তাদের মতো করে প্রতিবাদ চালিয়ে যান।
❤ Support Us