Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ১৯, ২০২৪

ইসিআই এর নিরপেক্ষতা নিয়ে প্র‌শ্ন, শীর্ষ আদালতের তত্ত্বাবধানেই হোক নির্বাচন দাবি ডেরেকের

আরম্ভ ওয়েব ডেস্ক
ইসিআই এর নিরপেক্ষতা নিয়ে প্র‌শ্ন, শীর্ষ আদালতের তত্ত্বাবধানেই হোক নির্বাচন দাবি ডেরেকের

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এবার প্ৰশ্ন তুলল তৃণমূল কংগ্রেস । রাজ্যের ডিজি বদল ইস্যুতে, নিজের এক্স হ্যান্ডেলে এপ্রসঙ্গে একটি দীর্ঘ পোস্ট করেছেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ এবং দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন । দাবি জানিয়েছেন, লোকসভা নির্বাচন হোক দেশের শীর্ষ আদালতের নজরদারিতেই ।

ইডি, সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সির রাজনৈতিক উদ্দশ্যে ব্যবহার নিয়ে বিজেপির বিরুদ্ধে আগে থেকেই সরব ছিল দেশের অন্যান্য বিরোধী দলগুলি । এবার নির্বাচন ঘোষণার ঠিক দুদিন পরেই একাধিক রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপি বদল নিয়ে ক্ষোভ প্রকাশ করল তৃণমূল । নির্বাচন নিয়ে বিজেপি ভয় পাচ্ছে বলেই এমন সব কাজকর্ম করছে বলে অভিযোগ ডেরেক
ওব্রায়েনের ।

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বাংলায় চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী । শুধু তাই নয়, জম্মু–কাশ্মীরের থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী বাংলায় আনা হয়েছে । এসবই বিজেপির কারসাজি বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের । তিনি জাতীয় নির্বাচন কমিশনকে বিজেপির হিস মাস্টার ভয়েস বলে উল্লেখ করেছেন ডেরেক ও’‌ব্রায়েন । নিজের এক্স এক্স হ্যান্ডেলে ডেরেক লিখেছেন, ‘‌বিজেপির নোংরা কৌশলে ধ্বংস হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের মতো সংস্থা । বিজেপি কি খুব সন্ত্রস্ত মানুষের মুখোমুখি হতে তাই ইসিআই–কে বিজেপির পার্টি অফিসে রূপান্তরিত করা হয়েছে বিরোধীদের নিশানা করতে?‌ এটা ইসিআই না এইচএমভি ?‌ আমরা চাই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ২০২৪ সালের নির্বাচন ।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!