শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
আলটপকা মন্তব্যের জেরে এবার শাস্তির মুখে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর বিরুদ্ধে দলের শৃঙ্খলারক্ষা কমিটি কড়া পদক্ষেপ নেবে বলে জানা গেছে।কামারহাটির দামাল ছেলে মদন মিত্র, যিনি নিজস্ব স্টাইল ভঙ্গিয়ায় সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়। শুধু তাই নয় আলপটকা মন্তব্যের কারণেই তাঁকে ফেসবুক লাইভ করতে নিষেধ করা হয়েছিল দলের তরফে । একাধিকবার মদন মিত্রকে সতর্ক করেছিলেন তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়। এসবের মাঝে বৃহস্পতিবার দুর্গাপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তৃণমূলের সংগঠনের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে গিয়েছিলেন মদন মিত্র।
সেই অনুষ্ঠানে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন—মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের মুখ হবেন কে? জবাবে কামারহাটির বিধায়ক বলেন, ‘আমার তো অভিষেকের মুখটা ভাল লাগে। মিষ্টি বাচ্চা ছেলে। আর কার কাকে ভাল লাগে আমি কীভাবে বলব? দলে মমতাদির পর অভিষেক ছাড়া আমার ভাল লাগার কেউ নেই। কেউ গোটা, কেউ মোটা, কেউ সোটা। ‘ বিধায়কের এই মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়।
বৃহস্পতিবার গভীর রাতে আবার ফেসবুক লাইভে এসে মদন জানান, কাউকে আঘাত করতে ‘গোটা-মোটা-সোটা’ মন্তব্য করেননি তিনি। শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করেও তিনি কিছু বলেননি। কিন্তু তাতেও বিশেষ লাভ হল না। শোনা যাচ্ছে, লাগাতার এমন মন্তব্যের জেরে এবার কড়া শাস্তির মুখে পড়তে হচ্ছে মদন মিত্রকে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34