Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১৮, ২০২৩

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ইন্ডিয়া জোটে, অন্য দলের সিদ্ধান্ত তাদের নিজস্ব । ইন্ডিয়া জোটে বামেদের অবস্থান নিয়ে মন্তব্য অভিষেকের

আরম্ভ ওয়েব ডেস্ক
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ইন্ডিয়া জোটে, অন্য দলের সিদ্ধান্ত তাদের নিজস্ব ।  ইন্ডিয়া জোটে বামেদের অবস্থান নিয়ে মন্তব্য অভিষেকের

সংসদের বিশেষ অধিবেশনে যোগ দিতে সোমবার সকালেই দিল্লি রওনা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। “ইন্ডিয়া” জোটে সিপিআইএম জোটে থাকবে। কিন্তু সমন্বয়ে বৈঠকে থাকবে না। এই বিষয়ে অভিষেককে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ”সিপিআইএম-এর কী অবস্থান, সেটা সিপিআইএম স্পষ্ট করে বলতে পারবে। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য সিপিআইএম কী করবে বা অন্য দল কী করবে, সেটা তাদের সিদ্ধান্ত।”

অভিষেকের বলেন, ”বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য সম মনোভাবাপন্ন দলগুলোকে একত্রিত হতে বলেছি। সিপিআইএম বা অন্য দল কী করবে, সেটা তারাই বলতে পারবে।”

সংসদে বিশেষ অধিবেশন শুরু হল আজ সোমবার। পাঁচ দিনের এই অধিবেশন চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। ১৯ সেপ্টেম্বর, অধিবেশনের দ্বিতীয় দিন থেকে নতুন ভবনে অধিবেশন বসার কথা। ওই দিনই গণেশ চতুর্থী। তাই তিথিনক্ষত্র দেখেই নাকি ওই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিজেপি সাংসদদের অধিবেশনে থাকার জন্য হুইপ জারি করেছে দল। পাঁচ দিনের এই অধিবেশন নিয়ে আগাগোড়াই সুর চড়িয়েছে তৃণমূল।

তৃণমূল সাংসদরা দুই কক্ষে বিজেপির বিরুদ্ধে কী ভাবে সরব হবেন, কী কী বিষয় তাঁরা উত্থাপন করবেন, নজর থাকবে শুক্রবার পর্যন্ত। এদিন সকালে দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে মুখ খোলেন অভিষেক। দিল্লি কেন যাচ্ছেন? তিনি বলেন, ”অধিবেশন আছে, তাই যাচ্ছি।”

এদিকে, সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেওয়ার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভায় বলেন, “আজ অনুপ্রেরণামূলক মুহূর্তগুলিকে স্মরণ করে এগিয়ে যাওয়ার সুযোগ। আমরা সবাই এই ঐতিহাসিক ভবনটিকে বিদায় জানাচ্ছি। আমরা নতুন ভবনে চলে যাব, কিন্তু পুরোনো ভবনটি সবসময়ই আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে। এই হাউসের মাধ্যমে আমি আবারও দেশের বিজ্ঞানী ও তাদের সহকর্মীদের অভিনন্দন জানাই।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!