Advertisement
  • Uncategorized
  • নভেম্বর ২, ২০২৩

জয় আনন্দের নতুন “পোস্ট” ঘিরে জল্পনা, এথিক্স কমিটির সামনে হাজির হলেন মহুয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
জয় আনন্দের নতুন “পোস্ট” ঘিরে জল্পনা, এথিক্স কমিটির সামনে হাজির হলেন মহুয়া

‘‘যে ব্যক্তি দুর্নীতি এবং জাতীয় সুরক্ষার সঙ্গে আপোস করার অভিযোগে অভিযুক্ত তিনি আসলে আরও বড় দোষে দোষী– এবং না, আমি আমার কুকুর চুরি যাওয়ার কথা বলছি না।’’ মহুয়া মৈত্রের এথিক্স কমিটির কাছে হাজিরা দেওয়ার একদিন আগে মহুয়ার নাম না করে এমনই একটি পোস্ট তাঁর এক্স হ্যান্ডেলে করেছেন মহুয়া মৈত্রের প্রাক্তন বন্ধু জয় আনন্দ দেহাদ্রাই। এই পোস্টে মহুয়া ও জয়ের যে সারমেয়টিকে নিয়ে বিতর্ক হয়েছিল সেই সারমেয়টিকে সঙ্গে নিয়ে ওই পোস্টার সঙ্গে নিজের একটি ছবিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন জয় আনন্দ দেহাদ্রাই। জয়ের এই পোস্ট নিয়ে জল্পনা শুরু হওয়ার মধ্যেই বৃহস্পতিবার মহুয়া মৈত্র এথিক্স কমিটির তলবে সংসদে পৌঁছে গিয়েছেন।

সদ্য শেষ হওয়া অক্টোবর মাসে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে জয় আনন্দ দেহাদ্রেইয়ের লেখা একটি চিঠি তুলে ধরে দাবি করেছিলেন , শিল্পপতি দর্শন হিরানন্দানির কাছ থেকে নগদ টাকা এবং উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন করেন মহুয়া মৈত্র। দেহাদ্রাই সেই চিঠিতে দাবি করেন, সংসদে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করার জন্য তৃণমূল সাংসদ হিরানন্দানির কাছ থেকে ঘুষ নিয়েছেন, এর অকাট্য প্রমাণ তাঁর কাছে আছে।

হিরানন্দানি গোষ্ঠী প্রাথমিক ভাবে সমস্ত অভিযোগ এড়িয়ে যায়। দাবি করে, তারা রাজনীতির ব্যবসায় নেই। যদিও কয়েক দিনের মধ্যেই হিরানন্দানি একটি বিস্ফোরক হলফনামা জমা দেন। মহুয়া মৈত্র এই হলফনামাকে “তথাকথিত” হলফনামা বলে দাবি করে জয় ও দর্শনকে প্রশ্ন করার জন্য লোকসভার এথিক্স কমিটির কাছে আবেদন জানান। পাশাপাশি বলেন, “এথিক্স কমিটি আমার চুলও ছুতে পারবে না। আমি ওদের দুরমুশ করবো।”


  • Tags:
❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
error: Content is protected !!