Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৭, ২০২৩

“অভিষেকের মঞ্চে এসে ক্ষমা চেয়ে যান মন্ত্রী” ! সুকান্তের বার্তা শুনে পাল্টা তৃণমূলের মন্তব্য

আরম্ভ ওয়েব ডেস্ক
“অভিষেকের মঞ্চে এসে ক্ষমা চেয়ে যান মন্ত্রী” ! সুকান্তের বার্তা শুনে পাল্টা তৃণমূলের মন্তব্য

শনিবার কলকাতায় এসেছেন সেই নিরঞ্জন জ্যোতি, দিল্লির কৃষি ভবনে যাঁর দফতরে গিয়ে গত মঙ্গলবার কয়েক ঘণ্টা বসে থেকেও ‘দেখা পাননি’ বলে অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়েরা। নিরঞ্জন জ্যোতি কলকাতায় পৌঁছনোর আগেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূলের উদ্দেশে খোলা ‘প্রস্তাব’ দিয়েছিলেন, শাসকদল চাইলে বিজেপি পার্টি অফিসে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর হাতে দাবিসনদ তুলে দিতে পারে। সুকান্তর সেই প্রস্তাব শোনামাত্র উড়িয়ে দিয়ে তৃণমূল পাল্টা দাবি করে, কেন্দ্রীয় মন্ত্রী অভিষেকের ধর্নামঞ্চে এসে ক্ষমা চেয়ে যান!

রাজ্য তৃণমূলের হয়ে সংবাদ মাধ্যমকে দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘কেন্দ্রীয় মন্ত্রীই বরং অভিষেকের ধর্নায় আসুন। এসে বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে যান। ওই মন্ত্রী অভিষেকের ধর্নামঞ্চে এসে হাতজোড় করে বলুন, সে দিন তিনি মিথ্যে কথা বলেছিলেন। সময় দিয়েও তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেননি। তার পর জোর করে পুলিশ দিয়ে নির্যাতন করে তিনি অন্যায় করেছিলেন এবং তাঁর দলও অন্যায় করেছিল। সেই সঙ্গে এ-ও বলে যান, ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় বাংলার সমস্ত বকেয়া টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দেবে।’’

এদিকে কলকাতায় সাংবাদিক সম্মেলন করে নিরঞ্জন জ্যোতি বলেন, “আমি পালিয়ে যাইনি। আমি ৪ নম্বর গেট দিয়ে আমার মন্ত্রকে ঢুকি সেই ৪ নম্বর গেট দিয়েই আমি মঙ্গলবার বেরিয়ে গিয়েছি। তৃণমূল প্রতিনিধিরা আমার সঙ্গে দেখা করার নামে নাটক করেছে। আমি কলকাতায় বলতে এসেছি আমি পালিয়ে যায়নি, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র আমার নামে অসত্য কথা বলছেন।”

এদিকে নিরঞ্জন জ্যোতির পাশে বসে শনিবার শুভেন্দু অধিকারী বলেন, “পুজোর পরে ১০০দিনের কাজ ও আবাস যোজনার টাকা নিয়ে আন্দোলন করব।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!