- Uncategorized দে । শ
- জুন ১২, ২০২৩
কোউইন অ্যাপের তথ্য ফাঁস । খোলা বাজারে বিকোচ্ছে মানুষের ব্যক্তিগত তথ্য, অভিযোগ গোখলের। তথ্য চুরির অভিযোগ ভিত্তিহীন, দাবি কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর

তৃণমূল কংগ্রেস দলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে সোমবার, ১২ জুন, একটি স্ক্রিনশট তাঁর টুইটারে শেয়ার করে অভিযোগ করেছেন যে “সমস্ত টিকা প্রাপ্ত ভারতীয়দের “মোবাইল নম্বর, আধার নম্বর, পাসপোর্ট নম্বর, ভোটার আইডি এবং পরিবারের বিশদ সহ সমস্ত ব্যক্তিগত বিবরণের তথ্য নরেন্দ্র মোদির সরকার ফাঁস করে তথ্যের গোপনীয়তার লঙ্ঘন রয়েছে।” টিএমসির মুখপাত্র-র অভিযোগ, “এর ফলে এই নম্বরগুলি অবাধে পাওয়া যাচ্ছে।”
স্ক্রিনশটগুলির মধ্যে তিনি এমন লোকেদের শেয়ার করেছেন যাদের ডেটা ফাঁস হয়েছে বলে অভিযোগ রয়েছে । এই বিষয়ে বিরোধী তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় মুখপাত্র সাকেত গোখলে অভিযোগ করেছেন, ফাঁস হওয়া তথ্যের মধ্যে রাজ্যসভার সাংসদ এবং দলের শীর্ষ নেতা ডেরেক ও’ব্রায়েন, কংগ্রেসের শীর্ষ নেতা পি চিদাম্বরম, জয়রাম রমেশ এবং কেসি ভেনুগোপাল, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, অভিষেক মনু সিংভি এবং শিবসেনার সঞ্জয় রাউত-এর ব্যক্তিগত তথ্য রয়েছে। গোখলের অভিযোগ, সাংবাদিক রাজদীপ সরদেসাই, বরখা দত্ত, ধান্য রাজেন্দ্রন এবং রাহুল শিবশঙ্করের ব্যক্তিগত তথ্যও ফাঁস হয়েছে এই ঘটনায়।
গোখলে আরো অভিযোগ করেছেন, কোভিড -১৯ ভ্যাকসিন পাওয়া সমস্ত ভারতীয়ের সমস্ত বিবরণ ফাঁস হয়ে গেছে, এই ডাটাবেসে সহজেই এখন উপলব্ধ। গোখলে তাঁর টুইটে এই ঘটনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক এবং মোদী সরকারের “অজ্ঞতা” নিয়ে প্রশ্ন তুলেছেন। এটিকে গুরুতর জাতীয় সমস্যার বিষয় বলেও তিনি উল্লেখ করেছেন।
SHOCKING:
There has been a MAJOR data breach of Modi Govt where personal details of ALL vaccinated Indians including their mobile nos., Aadhaar numbers, Passport numbers, Voter ID, Details of family members etc. have been leaked & are freely available.
Some examples 👇
(1/7)
— Saket Gokhale (@SaketGokhale) June 12, 2023
এই ঘটনায় সাকেত গোখলে অশ্বিনী বৈষ্ণবের দিকে অভিযোগের আঙুল তুলে বলেছেন, “এই তথ্য ফাঁসের দায় অশ্বিনী বৈষ্ণবের উপর কি বর্তায় না? অশ্বিনী বৈষ্ণব রেলওয়ে ছাড়াও ইলেকট্রনিক্স, কমিউনিকেশনস এবং আইটি মন্ত্রিত্বের দায়িত্বপ্রাপ্ত। প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞাসা, “অশ্বিনী বৈষ্ণবের এই অযোগ্যতা আর কতদিন উপেক্ষা করা হবে? এই তথ্য ফাঁস হওয়ার ঘটনা একটি জাতীয় সমস্যা ও উদ্বেগ।”
বিষয়টি ঘিরে নতুন বিতর্ক দানা বাঁধতেই কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে বলা হয়, কোভিড ভ্যাকসিনের তথ্য যে ট্র্যাকিং প্ল্যাটফর্মে রাখা হয়েছে তা সম্পূর্ণ নিরাপদ। এবং যে তথ্য নিরাপত্তার অভিযোগ উঠেছে তাও খতিয়ে দেখছে কেন্দ্র।
এদিকে, এশিয়া ইনডেক্স সোমবার একের পর এক টুইটে অভিযোগ এনেছে যে রাজনীতিবিদ, আমলা এবং অন্যান্য সংবেদনশীল ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিগ্রামে ফাঁস হয়েছে।যারা কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের আধার, ভোটার আইডি, পাসপোর্ট নম্বর এবং সেলফোন নম্বরও ফাঁস হয়ে যাচ্ছে। অন্য একটি টুইটে উল্লেখ করা হয়েছে, “সকল কোভিডের টিকাপ্রাপ্ত ভারতীয়দের পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য ও বিশদ বিবরণ ফাঁস করা হয়েছে।
❤ Support Us