- দে । শ
- আগস্ট ৩০, ২০২৪
আরজি কর কান্ডে বিচারের দাবিতে আশা কর্মীদের মিছিল
আরজি কর কান্ডে বিচার চেয়ে পথে নামল আশা কর্মীরা। এদিন বসিরহাটে আশা কর্মীরা বোটঘাটে সমবেত হয়ে মিছিল করে বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি দেন। আরজি করে চিকিৎসকের ওপর নির্মম অত্যাচার ও খুনের ঘটনার দ্রুত তদন্ত এবং অপরাধীদের কঠোর সাজার দাবি তোলেন আশা কর্মীরা। কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি তুলেছেন তাঁরা। অন্যদিকে, আরজি করের ঘটনায় অপরাধীদের শাস্তির দাবিতে আজ পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ। সুন্দরবন এলাকার পড়ুয়ারাও দোষীর ফাঁসির দাবিতে হিঙ্গলগঞ্জ কলেজে ধর্ণা বিক্ষোভ কর্মসূচি পালন করল। গত ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি আরজি কর হাসপাতালের চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে ছাত্রদের এদিনের কর্মসূচি ঘোষণা করেন। এদিন হিঙ্গলগঞ্জ কলেজে ছাত্র অবস্থানে উপস্থিত ছিলেন, বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার, জেলা সহ সভাপতি মোছা গাজি, হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র নেতা আল আমিন গাজি, সুদর্শন বিল, শুভঙ্কর মন্ডল প্রমুখ। ছাত্রদের ধর্ণা মঞ্চে এসে সংহতি জ্ঞাপন করেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, ব্লক সভাপতি শহিদুল্লাহ গাজি। বিধায়ক দেবেশ মন্ডল বলেন, ‘এবার প্রকৃত ছাত্র সমাজ পথে নেমেছে। তারা দোষীদের ফাঁসির দাবি তুলেছে। কেন্দ্রে বিজেপি ক্ষমতায়। তারা সংসদে ধর্ষণের মত জঘন্য অপরাধ রুখতে কঠোর আইন আনুক। যাতে অপরাধীর চরম শাস্তি হয়। আজকে ছাত্রদের সেটাই দাবি।’ তিনি বলেন, ‘আজকের ছাত্ররা আগামী দিনে বাংলাকে সুরক্ষিত রাখতে চায়। আরজি করে মহিলা চিকিৎসকের ওপর বর্বরোচিত অত্যাচারের বিরুদ্ধে সুবিচার এবং বিজেপির রাজনৈতিক অভিসন্ধির বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে।’
❤ Support Us