- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৯, ২০২৪
লোকসভায় আরও তিন রাজ্যে প্রার্থী দেবে তৃণমূল
আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ আসনের পাশাপাশি আরও তিন রাজ্য থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তৃণমূল কংগ্রেস । রাজ্যের শাসকদল সূত্রে খবর মেঘালয়, অসম ও উত্তরপ্রদেশে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তারা ।
অসমে দুটি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তৃণমূল কংগ্রেস, রাজ্যসভায় তৃণমূল প্রার্থী সুস্মিতা দেব সম্প্রতি সংবাদ মাধ্যমে বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে অসম লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে তার দল৷ ইতিমধ্যেই এনিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথাও হয়েছে বলে তিনি জানিয়েছেন।
পাশাপাশি উত্তরপূর্বের আরও এক রাজ্য, মেঘালয়েও লোকসভা নির্বাচনে প্রার্থী দিতে পারে তৃণমূল । অন্যদিকে উত্তরপ্রদেশে ‘ইন্ডিয়া’ জোটের অন্যতম সঙ্গী সমাজবাদী পার্টির সঙ্গে একটি আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে বলে তৃণমূল সূত্রে খবর । ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠির নাতি রাজেশ ত্রিপাঠি তৃণমূলের হয়ে লোকসভা নির্বাচন লড়তে পারেন৷পাশাপাশি পঞ্জাবের আঞ্চলিক দলগুলির সঙ্গেও আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা চলছে বলে জানা যাচ্ছে । যদিও দিন কয়েক আগেই, কৃষক আন্দোলনের সমর্থনে মমতা বন্দোপাধ্যায়ের পাঞ্জাব সফর আপাতত স্থগিত ঘোষণা হয়েছে । এই মূহুর্তে তিনি রাজ্যের বিভিন্ন জেলায় সফর করছেন । বীরভূমের পর মমতা তিনি পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে যাবেন৷ তবে রাজ্যের বাইরে, লোকসভা নির্বাচনের প্রচারে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যাবেন কিনা, তা এখনো স্পষ্ট নয় ।
❤ Support Us