Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১৯, ২০২৪

লোকসভায় আরও তিন রাজ্যে প্রার্থী দেবে তৃণমূল

আরম্ভ ওয়েব ডেস্ক
লোকসভায় আরও তিন রাজ্যে প্রার্থী দেবে তৃণমূল

আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ আসনের পাশাপাশি আরও তিন রাজ্য থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তৃণমূল কংগ্রেস । রাজ্যের শাসকদল সূত্রে খবর মেঘালয়, অসম ও উত্তরপ্রদেশে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তারা ।

অসমে দুটি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তৃণমূল কংগ্রেস, রাজ্যসভায় তৃণমূল প্রার্থী সুস্মিতা দেব সম্প্রতি সংবাদ মাধ্যমে বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে অসম লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে তার দল৷ ইতিমধ্যেই এনিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথাও হয়েছে বলে তিনি জানিয়েছেন।

পাশাপাশি উত্তরপূর্বের আরও এক রাজ্য, মেঘালয়েও লোকসভা নির্বাচনে প্রার্থী দিতে পারে তৃণমূল । অন্যদিকে উত্তরপ্রদেশে ‘ইন্ডিয়া’ জোটের অন্যতম সঙ্গী সমাজবাদী পার্টির সঙ্গে একটি আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে বলে তৃণমূল সূত্রে খবর । ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠির নাতি রাজেশ ত্রিপাঠি তৃণমূলের হয়ে লোকসভা নির্বাচন লড়তে পারেন৷পাশাপাশি পঞ্জাবের আঞ্চলিক দলগুলির সঙ্গেও আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা চলছে বলে জানা যাচ্ছে । যদিও দিন কয়েক আগেই, কৃষক আন্দোলনের সমর্থনে মমতা বন্দোপাধ্যায়ের পাঞ্জাব সফর আপাতত স্থগিত ঘোষণা হয়েছে । এই মূহুর্তে তিনি রাজ্যের বিভিন্ন জেলায় সফর করছেন । বীরভূমের পর মমতা তিনি পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে যাবেন৷ তবে রাজ্যের বাইরে, লোকসভা নির্বাচনের প্রচারে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যাবেন কিনা, তা এখনো স্পষ্ট নয় ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!