- এই মুহূর্তে
- ফেব্রুয়ারি ৯, ২০২২
ভোটের আগেই বজবজ তৃণমূলের, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১২ ওয়ার্ডে।
বজবজ পুরসভার ২০ আসনের মধ্যে ১২ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল । ভোট হবে ২৭ ফেব্রুয়ারি। তার আগেই ২৪ পরগনায় ঘাসফুল ফুটতে শুরু করল । বুধবার ছিল মনোনয়নের শেষ দিন। দুপুর তিনটে পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন । তৃণমূল সূত্রের খবর, বজবজ পুরসভার ১২ আসনে বিরোধীরা মনোনয়ন জমা দেন নি । পুরবোর্ড গঠনের ম্যাজিক ফিগার ১১। ১২ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় মানেই পুরসভা আবার তৃণমূলের দখলে ।
সিপিএম ও বিজেপিসহ বিরোধীদের দাবি, পুরভোটে সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে । এজন্য তাদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি। তৃণমূল এই দাবি উড়িয়ে দিয়ে বলেছে, বিধানসভা ভোটেই দক্ষিণ ২৪ পরগনায় বিরোধীরা নির্মূল হয়ে গেছে । তাই পুরভোটে তারা প্রার্থী দিতে পারেনি।
❤ Support Us