Advertisement
  • এই মুহূর্তে
  • ফেব্রুয়ারি ৯, ২০২২

ভোটের আগেই বজবজ তৃণমূলের, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১২ ওয়ার্ডে।

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোটের আগেই বজবজ তৃণমূলের, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১২ ওয়ার্ডে।

বজবজ পুরসভার ২০ আসনের মধ্যে ১২ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল । ভোট হবে ২৭ ফেব্রুয়ারি। তার আগেই ২৪ পরগনায় ঘাসফুল ফুটতে শুরু করল । বুধবার ছিল মনোনয়নের শেষ দিন। দুপুর তিনটে পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন । তৃণমূল সূত্রের খবর, বজবজ পুরসভার ১২ আসনে বিরোধীরা মনোনয়ন জমা দেন নি । পুরবোর্ড গঠনের ম্যাজিক ফিগার ১১। ১২ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় মানেই পুরসভা আবার তৃণমূলের দখলে ।

সিপিএম ও বিজেপিসহ বিরোধীদের দাবি, পুরভোটে সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে । এজন্য তাদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি। তৃণমূল এই দাবি উড়িয়ে দিয়ে বলেছে, বিধানসভা ভোটেই দক্ষিণ ২৪ পরগনায় বিরোধীরা নির্মূল হয়ে গেছে । তাই পুরভোটে তারা প্রার্থী দিতে পারেনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!