Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৪, ২০২৪

ক্যাম্পাসে ভাঙা পড়ল হাঁসের মূর্তি, বিশ্বভারতী ক্যাম্পাস জুড়ে হৈচৈ, কর্তৃপক্ষের দিকেই অভিযোগের তির পড়ুয়াদের

আরম্ভ ওয়েব ডেস্ক
ক্যাম্পাসে ভাঙা পড়ল হাঁসের মূর্তি, বিশ্বভারতী ক্যাম্পাস জুড়ে হৈচৈ, কর্তৃপক্ষের দিকেই অভিযোগের তির পড়ুয়াদের

বিশ্বকবি রবীন্দ্রনাথের স্বপ্নের বিশ্বভারতী আবার সংবাদ শিরোনামে। তবে এবার ‘নোবেল চুরি’ কিংবা অন্য কোনো রাজনৈতিক ঘটনার জন্য নয়। বিশ্বভারতী ক্যাম্পাসে একটি হংস মূর্তি ভাঙাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। কে বা কারা এই মূর্তি ভেঙেছে তা অবশ্য জানা যায়নি।
ক্যাম্পাসে রয়েছে ‘কালো বাড়ি’, পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি স্থান। কবিগুরু ইচ্ছানুসারে নন্দলাল বসু , রামকিংকর বেজ তৈরি করেছিলেন একটি ছোট্ট বাড়ি, যার গায়ে রঙ করা হয়েছিল আলকাতরা দিয়ে। হংস মূর্তিটি ছিল তার সামনেই।  বিশ্ববিদ্যালয় সুত্রে জানা গেছে, মূর্তিটির উচ্চতা প্রায় তিন ফুট। প্রায় ৪০ থেকে ৫০ বছরের প্রাচীন।  পড়ুয়াদের একাংশ অভিযোগ করছে কর্তৃপক্ষের গাফিলতিই এর জন্য দায়ী। তারা চেপে যাওয়ার চেষ্টা করছে এই ঘটনা।
২০২৩ সালে’বিশ্ব ঐতিহ্যবাহী ‘-র তকমা পাওয়ার পরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিশ্বভারতীতে । পর্যটক , সাংবাদিক কেউই এখন প্রবেশ করতে পারেননা সেখানে। তাই কীভাবে মূর্তি ভাঙল তা নিয়ে রীতিমতো হইচই দেখা দিয়েছে ।  নিরাপত্তা রক্ষীদের তত্বাবধানে এখন সংস্কারের কাজ চলছে কালো বাড়ি-তে।
বিশ্বভারতীর গোটা ক্যাম্পাস জুড়েই রয়েছে বিভিন্ন ভাস্কর্য। এই হংস মূর্তি ছিল তার মধ্যে একটি।  কর্তৃপক্ষের গাফিলতি, নাকি এর পিছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে, তা এখন তদন্ত সাপেক্ষ বিষয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!