শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
ত্রিপুরায় নির্বাচন চলছে। ৬০ বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫৯ জন প্রার্থী। মোট বুথ সংখ্যা ৩,৩৩৭। ভোটারদের প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীর আবেদন, তাঁরা যেন বিপুল পরিমাণে ভোট দিতে আসেন। ত্রিপুরার মসনদ বিজেপি আবার দখল করবে, জানালেন মানিক সাহা।
সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট। চারটে পর্যন্ত চলবে ভোটদান প্রক্রিয়া ৯ টা পর্যন্ত প্রদত্ত ভোটের হার ১৪.৫৬ শতাংশ। এর মধ্যে উত্তর ত্রিপুরায় এবং দক্ষিণ ত্রিপুরায় ভোট পড়েছে যথাক্রমে ১২.৭৯ শতাংশ এবং ১৪.৩৪ শতাংশ। প্রশাসনের পক্ষ থেকে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ২৫ হাজার জওয়ানকে রাজ্যে পাঠানো হয়েছে। যদিও বিরোধী বাম -কংগ্রেস জোটের অভিযোগ, বেশ কিছু জায়গায় শাসক দল বিজেপি ভোটারদের সন্ত্রস্ত করে ভোট করাতে চাইছে।
নির্বাচন কমিশনের মতে, এবারের নির্বাচনে ২৮.১৪ লক্ষ বৈধ ভোটার রয়েছে। যার মধ্যে ১৪,১৫,২৩৩ জন পুরুষ এবং ১৩,৯৯,২৮৯ জন মহিলা ভোটার। ত্রিপুরার অরলিয়ায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী এবারের নির্বাচনে তাঁদের সংখ্যা ৬২। ভোট দিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সকাল সকাল ভোট দেন তিনি।
এখনও পর্যন্ত ভোট দান মোটামুটি শান্তিপূর্ণ থাকলেও শান্তিবাজার ও ধনপুর কেন্দ্র থেকে এসেছে বিক্ষিপ্ত অশান্তির খবর। বিরোধীদের মারধর করা হয়েছে বলে অভিযোগে। প্রতিবাদে ভোটাররাও পথ অবরোধে শামিল হয়েছেন। বাম -কংগ্রেস দলের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সাধারণ মানুষকে ভোট দিতে বাধা দিচ্ছেন। যদিও শাসক দল এমন অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। তাঁদের বক্তব্য, বাম ও কংগ্রেস নেতারা অশান্তি সৃষ্টি করছেন। সুষ্ঠুভাবেই চলছে নির্বাচন, জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণকুমার দিনকর রাও। ইভিএম প্রযুক্তিগত ত্রুটি বা অপর কোনো অনভিপ্রেত ঘটনার খবর নেই। ভোটগণনা ২ মার্চ ।
২০২৩ সালের ত্রিপুরার বিধানসভা নির্বাচনে লড়াই ত্রিমুখী। একদিকে ক্ষমতাসীন বিজেপি-আইপিএফটি জোট। অপরদিকে রয়েছে বাম কংগ্রস জোট ও ত্রিপরা মথা। বিজেপি ৫৫ টি আসনে প্রার্থী দিয়েছে। বাকি গুলোতে রয়েছে তার জোটসঙ্গী। বামেরা লড়ছে ৪৭ টি আসনে। কংগ্রেস ১৩ টি আসনে নিজেদের প্রার্থী দিয়েছে। এবারের নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে হাতে হাত মিলিয়েছে এককালের দুই যুযুধান পক্ষ। নতুন দল ত্রিপরা মথা লড়ছে ৪২ টি আসনে। আদিবাসী জনজাতি কেন্দ্রগুলোতে তার সমর্থনের ভিত বেশ ভালোই। যা নির্বাচনী ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বাম কংগ্রেস শহরাঞ্চলে বাঙালি প্রধান অঞ্চলগুলোতে বেশ শক্তিশালী। বিজেপি যতই হম্বিতম্বি করুক, ত্রিমুখী লড়াইয়ে তাদের ক্ষমতায় ফিরে আসা সহজ হবে না, মানছেন নির্বাচন পর্যবেক্ষকেরা। ২ মার্চ ভোটগণনা।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34