Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ৭, ২০২৩

পরপর ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক-সিরিয়া। আশঙ্কা, মৃতের সংখ্যা ৪০০০০-এরও বেশি। ছুটছে ছিন্নমূল মানুষ। বিপন্ন দুদেশের পাশে গোটা বিশ্ব। ত্রাণ সামগ্রী নিয়ে তুরস্কের পথে ভারতীয় মানবসেবীরা

আশ্রয়ের খোঁজে হাজার হাজার ছিন্নমূল। বিধ্বস্ত অসংখ্য আবাসন। ফাটলে দ্বিখণ্ডিত ইস্তানবুল। জেল থেকে ফেরার ২০ বন্দী।

আরম্ভ ওয়েব ডেস্ক
পরপর ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক-সিরিয়া। আশঙ্কা, মৃতের সংখ্যা  ৪০০০০-এরও বেশি। ছুটছে ছিন্নমূল মানুষ।  বিপন্ন দুদেশের পাশে গোটা বিশ্ব। ত্রাণ সামগ্রী নিয়ে তুরস্কের পথে ভারতীয় মানবসেবীরা

তুরস্কে আবার ভূমিকম্প। মঙ্গলবার সকালে ৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ ভূখণ্ড।  এ পর্যন্ত তুরস্ক-সিরিয়ায়  মৃত্যু অন্তত ৪০০০। উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়লেন  ১৩০০০ কর্মী। আশঙ্কা, মৃতের সংখ্যা ৪০,০০০ ছাড়াতে পারে। 

ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার, মধ্যতুরস্কে আবার ভূকম্পন দেখা দেয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা  ৫.৬। ভূমিকম্পের  উৎসস্থল  মাটি থেকে প্রায় ২ কিলোমিটার গভীরে। তুরস্কের পাশাপাশি সিরিয়াতেও কম্পনে কেঁপে ওঠে।  এই নিয়ে তৃতীয় বার কেঁপে উঠল প্রতিবেশী দুই দেশ। সোমবার ভোর থেকেই তীব্র ভূকম্পন শুরু হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন,  ভূমিকম্পের ‘আফটারশক’- এ মাটির গভীরে  বেগবান পাতগুলি একে অপরের সঙ্গে ধাক্কা খেতে থাকে। এই গতি  এখনও অব্যাহত। এটা চলতে পারে। কোথাও কোথাও এক বছর পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা আছে।   

গোটা  বিশ্ব আজ  দুইদেশের পাশে। ভারতের সঙ্গে পশ্চিম ও মধ্য এশিয়ার দুই দেশের সম্পর্ক বহু পুরনো। ভারত তার স্বাভাবিক দুই মিত্রের পাশে যথাসম্ভব দ্রুত দাঁড়িয়ে পড়েছে। ত্রাণ পাঠাচ্ছে। বিপর্যয় মোকাবিলা ও চিকিৎসার জন্য ভারতীয় প্রতিনিধিরা আজ সকালে তুরস্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পররাষ্ট্র দফতরের মুখপাত্র অরিন্দম বাগচী  টুইটারে বলেছেন, প্রথম দফায় প্রয়োজনীয়  ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। সঙ্গে রয়েছে ডগ স্কোয়াড, চিকিৎসার সরঞ্জাম, ড্রিলিং মেশিন। ১৯১৯ সালের পর এরকম ভয়াবহ ভূমিকম্প তুরস্ক কিংবা সিরিয়ায় দেখা যায়নি। তুরস্কের ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। কোথাও ভেঙ্গে পড়েছে আবাসন, কোথাও  বস্তি এলাকা পুরোপুরি বিধ্বস্ত, রাস্তায় ফাটল। হায়াত বিমানবন্দর বিশাল ফাটলে দ্বিখন্ডিত। হাজার হাজার মানুষ বাড়িঘর হারিয়ে রাস্তায়। দেশজুড়ে ঝড় উঠেছে  কান্নার। আমেরিকা তার স্বাভাবিক মিত্রের সংকটে উদ্বিগ্ন। বাইডেন প্রশাসন যথাসম্ভব দ্রুত ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে। সিরিয়ার পাশে যাবতীয় ত্রাণ সামগ্রী নিয়ে ঝাঁপিয়ে পড়েছে  পশ্চিম ও মধ্য এশিয়ার আরব ও অনারব দেশগুলি।

পরপর ভূমিকম্পের আশঙ্কা পিছন ছাড়ছে না। দিশাহারা মানুষ। সতর্ক এরদোগান সরকার। ত্রাণের আশায় আর প্রাণ বাঁচাতে মানুষ ছুটছে তুরস্কের কয়েদখানা থেকে পালিয়ে গেছে ২০ বন্দী। তারা উধাও। ঠিক একইভাবে বেহদিশ হাজার হাজার পোষ্য। পরিস্থিতি বেসামাল। প্রকৃতির  আচমকা হামলায় মানুষের পরাজয় আর বেঁচে থাকার যুদ্ধের  এ এক অশ্রুসিক্ত, মহাবিস্তৃত দৃশ্যপট। রুষ্ট   প্রকৃতিকে রুখতে মানুষ ঐক্যবদ্ধ। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আলো খুঁজছে তাদের অসহায় চোখ।  


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!