- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১, ২০২৩
গ্রিসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ! মৃত ৩২, আহত ৮৫। উদ্ধারকার্য অব্যাহত, বাড়তে পারে হতাহতের সংখ্যা

মধ্যরাতে গ্রিসের লরিসায় ঘটে গেল ভয়াবহ রেল দুর্ঘটনা। নিহত ২৯, আহত ৮৫। উদ্ধারকার্য চলছে। আশঙ্কা করা হচ্ছে বাড়তে পারে মৃতের সংখ্যা।
মাঝরাতে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গতিশীল ট্রেনের। একটি মালবাহী, অপরটি যাত্রীবাহী রেলগাড়ি। সংবাদ সংস্থার খবর, সিগন্যালিং-এর সমস্যার কারণে দুটি ট্রেন একই লাইনে চলে এলে সংঘাত ঘটে। গতি বেশি থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণও ব্যাপক। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, মালবাহী ট্রেনটি থেসালোনিকি থেকে লারিসা আর যাত্রীবাহী রেলগাড়িটি রাজধানী এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকি যাচ্ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই টেম্পো নামক স্থানে দুটি ট্রেনের মুখোমুখি সংঘাত ঘটে।
রেল দপ্তর সূত্রে জানা যাচ্ছে, থেসালোনিকিগামী ট্রেনটির যাত্রী সংখ্যা ছিল ৩৫০। যার মধ্যে উদ্ধারকারীরা এখনও পর্যন্ত ২৫০ জনকে উদ্ধার করতে পেরেছেন। এদের মধ্যে ২৫ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের কেউ কেউ নিজেদের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে ভূমিকম্পের সঙ্গে এর তুলনা টেনেছেন। দুর্ঘটনার পর তার ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে লাইনচ্যুত বগির ভেতর থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। দুর্ঘটনাস্থলে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে বগির ধ্বংসাবশেষ।
❤ Support Us