Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১২, ২০২৩

লিম্বানির ৭ উইকেট, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে নেপালকে ১০ উইকেটে উড়িয়ে দিল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
লিম্বানির ৭ উইকেট, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে নেপালকে ১০ উইকেটে উড়িয়ে দিল ভারত

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে দারুণভাবে ঘুরে দাঁড়ালো ভারত। পাকিস্তানের কাছে ৮ উইকেটে হারের পর মঙ্গলবার নেপালকে উড়িয়ে দিল ১০ উইকেটে। দুরন্ত বোলিং করে ভারতের জয়ের ভিত গড়ে দেন রাজ লিম্বানি। ১৩ রানে তিনি তুলে নেন ৭ উইকেট।

প্রথমে ব্যাট করতে নেমে আজ লিম্বানির বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি নেপালের ব্যাটাররা। ২২.১ ওভারে মাত্র ৫২ রানে গুটিয়ে যায় নেপালের ইনিংস। এদিন পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় নেপাল। দীপক বোহরাকে (১) তুলে নেন রাজ লিম্বান। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। রাজ লিম্বানির দাপটে কোনও ব্যাটারই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ রান আসে অতিরিক্ত থেকে। নেপালের ৫২ রানের মধ্যে ১৩ রানই অতিরিক্ত। সর্বোচ্চ ৮ রান করেন হেমন্ত দামি। ৯.১ ওভার বল করে ৩টি মেডেনসহ ১৩ রানে ৭ উইকেট তুলে নেন রাজ লিম্বানি। ৩১ রানে ২ উইকেট নেন আদিত্য শুক্লা।

ব্যাট করতে নেমে ৭.১ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫৭ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। ৩০ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন অর্শিন কুলকার্নি। ১৩ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন আদর্শ সিং। ৩ ম্যাচে ৪ পয়েন্ট ভারতের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!