Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২৮, ২০২২

উমরানে সম্মোহিত বিশ্ব ।

আরম্ভ ওয়েব ডেস্ক
উমরানে সম্মোহিত বিশ্ব ।

গত আইপিএলে কাশ্মিরী পেসার উমরান মালিকের খেলার প্রতিভা দেখে মুগ্ধ বিশ্ব । ওর গতিতে ঝড় । লাইন-লেন্থ যথার্থ। মাঠ থেকে রাজনৈতিক ময়দান সর্বত্র উমরানের প্রশংসা । বিদগ্ধ অর্থনৈতিক এবং ক্রিকেট প্রেমী পি চিদম্বরম তাঁর খেলা দেখে উচ্ছ্বসিত হয়ে বলেছেন, ভারতীয় ক্রিকেটকে অন্য এক দিগন্তে পৌঁছে ক্ষমতা রাখে উমরান । ওঁকে অবিলম্বে জাতীয় স্তরে খেলার সুযোগ দেওয়া হোক ।

ক্রিকেটের কিংবদন্তী প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর বলেছেন, খুব ভাল লাগছে। উমরানকে বলের গতি নয় শুধু ওঁর নিয়ন্ত্রণ ক্ষমতা আমাকে বিস্মিত করছে। অনেক বোলার জোরে বল করতে সক্ষম । কিন্তু তাঁদের বলের উপর নিয়ন্ত্রণ নেই। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন আবার বলছেন, ‘সময় নষ্ট করার মানে নেই, এক্ষুণি ওঁকে ভারতীয় দলে নেওয়া উচিত। স্রেফ গতি দিয়েই ও ব্যাটারদের হার মানাবে।’ ইয়ান বিশপ থেকে হোফ্রা আর্চারসহ বহু জগৎ বিখ্যাত বিখ্যাত পেসার উমরানের বল মন্ত্রে মুগ্ধ। সবাই তাঁকে জাতীয় দলে দেখতে আগ্রহী।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!