- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ২৬, ২০২৩
দুই মেয়ের ছবি জুতোয় লাগিয়ে প্রতিবাদের অন্য রাস্তা বেছে নিলেন খোয়াজা
আইসিসি–র সঙ্গে অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজার লড়াই যেন থামছে না। আবার আইসিসি–তে একহাত নিলেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও ফিলিস্তিনিদের সমর্থনে ব্যাট ও জুতোয় বিশেষ বার্তা দিতে চেয়েছিলেন খোয়াজা। কিন্তু আইসিসি অনুমতি দেয়নি। অনুমতি না পেয়ে আইসিসি–র সমালোচনায় সরব খোয়াজা। প্রতিবাদের রাস্তা থেকে সরে আসেননি। তবে অন্য ধরণের প্রতিবাদের রাস্তা বেছে নিলেন খোয়াজা।
আজ মেলবোর্নে অস্ট্রেলিয়া–পাকিস্তান দ্বিতীয় টেস্টে জুতোয় শান্তির প্রতীক পায়রার ছবি লাগিয়ে খেলতে চেয়েছিলেন খোয়াজা। আইসিসি অনুমতি না দেওয়ায় অন্য রকম উপায় বেছে নিয়েছেন। নিজের দুই মেয়ে আয়েশা ও আয়লার নাম লেখা জুতো পরে ব্যাটিং করতে নামেন। পার্থ টেস্টে প্রতিবাদের স্লোগান লিখতে আইসিসি আপত্তি করার পর খোয়াজা বলেছিলেন, ‘যখন আমি দেখি হাজার হাজার নিরপরাধ শিশু মারা যাচ্ছে, সেই জায়গায় আমি আমার দুই মেয়েকে কল্পনা করি। কী হতো যদি ওখানে ওরা থাকত?’ মেয়েদের ছবি লাগানো জুতো পরেই প্রতিবাদের রাস্তা বেছে নিলেন খোয়াজা।
প্যালেস্তাইনের ওপর ইজরায়েলের হামলায় অসংখ্য শিশুসহ নিরীহ নাগরিকদের মৃত্যু হয়েছে। এখনও মৃত্যুলীলা চলছে। অসহায় শিশু ও সাধারণ মানুষের মৃত্যু ছুঁয়ে গেছে খোয়াজাকে। তাঁর কাছে প্রত্যেকের জীবনই সমান গুরুত্বপূর্ণ। তাই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে তিনি মানবাধিকার সংক্রান্ত বিশেষ বার্তা দিতে চেয়েছিলেন। ‘সব জীবন সমান, স্বাধীনতা মানবাধিকার’ স্লোগান লেখা জুতো পরে খেলতে চেয়েছিলেন। আইসিসি আপত্তি জানায়।
ওই জুতো পরে খেলার অনুমতি না পেলেও লড়াইয়ের ময়দান থেকে সরে আসেননি খোয়াজা। তিনি পরিস্কার জানিয়ে দেন, আইসিসি–র বিরুদ্ধে তাঁর লড়াই জারি থাকবে। স্লোগান লেখা জুতো পরে না খেললেও কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন। কালো আর্মব্যান্ড পরায় আইসিসি তাঁকে সতর্ক করে শোকজ করে।
খোয়াজা জানিয়েছিলেন প্রতিবাদের রাস্তা থেকে সরে আসবেন না। আইসিসির নির্দেশ মেনে নিলেও বার্তা দিতে পিছপা হবেন না। তাই দ্বিতীয় টেস্টে ব্যাট ও জুতোয় শান্তির প্রতীক হিসেবে পায়রা ও জলপাইয়ের ছবি ব্যবহার করতে চেয়েছিলেন। তাতেও অনুমতি দেয়নি আইসিসি। তাই আবার আইসিসি–র সমালোচনায় সরব খোয়াজা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে আইসিসি–কে খোঁচা দিয়েছেন। তুলে ধরেছেন আইসিসি–র দ্বিচারিতা।
আইসিসি–র ‘কোড অব কনডাক্টে’ লেখা রয়েছে, কোনও রাজনৈতিক, ধর্মীয় ও বৈষম্যমূলক বার্তা দেওয়ার অনুমতি প্রদান করা হবে না। ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরাণের ব্যাটে ক্রুশের ছবি, মার্নাস লাবুশেনের ব্যাটে ঈগলের ছবি, দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের ব্যাটে তাঁর ধর্মবিশ্বাসের সঙ্গে সাযুজ্য থাকা ওঁ সিম্বল দেওয়া ছবির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন খোয়াজা। ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেছেন কেন ওয়েস্টের ‘কান্ট টেল মি নাথিং।’ নিকোলাস পুরান, মার্নাস লাবুশেন, কেশব মহারাজদের এইসব ছবি ব্যবহারের অনুমতি দিলেও কেন তাঁকে বাধার সম্মুখীন হতে হচ্ছে, এই নিয়ে প্রশ্ন তুলেছেন খোয়াজা।
❤ Support Us