শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
ডার্বির বাসিন্দা ফোরসিথ ব্রিটিশ এয়ারলাইন্সের বিমানে লন্ডন থেকে অরল্যান্ডের দিকে পাড়ি দিয়েছিলেন । ৮ ঘণ্টার যাত্রা। বিমানে তিনিই একমাত্র যাত্রী।ফোরসিথ কখনও ভাবতেই পারেন নি একাই তাঁকে নিয়ে আকাশে উড়ে যাবে বিমান। একা যাত্রীর অভিজ্ঞতা মার্কিন পড়ুয়া ফোরসিথ তাঁর টিকটক অ্যাকাউন্টে শেয়ার করেছেন, যা এখন ভাইরাল । জানিয়েছেন, ১০ জানুয়ারি তিনি নিজের বাড়ি থেকে আমেরিকার উদ্দেশে রওনা দেন । বিমানে নিজেকে একা দেখে তিনি বিস্মিত । পরে পরিস্থিতির মানিয়ে নেন । বিমানের ক্রু তাঁকে অনেক সুবিধা দিয়েছেন । বিনামূল্যে আনলিমিটেড ফুড দেওয়া হয়েছে। তিনি তাঁর সিটকে বেড বানিয়ে আরামে সফর করেছেন। এটাই তাঁর জীবনের সেরা বিমানযাত্রা কমেন্ট করেছেন তিনি ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34