Advertisement
  • Uncategorized
  • জানুয়ারি ২১, ২০২৫

১২ বছর পর দিল্লির হয়ে রনজিতে মাঠে নামছেন বিরাট

আরম্ভ ওয়েব ডেস্ক
১২ বছর পর দিল্লির হয়ে রনজিতে মাঠে নামছেন বিরাট

কিছুদিন আগেই মুম্বই রনজি দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়েছেন রোহিত শর্মা। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে তাঁর খেলার কথা। রোহিতের পথ অনুসরম করে বিরাট কোহলিও ১২ বছর পর আবার দিল্লির হয়ে রনজিতে মাঠে নামতে চলেছেন। ৩০ জানুয়ারি থেকে দিল্লির অরুণ জেটলি স্টোডিয়ামে রেলওয়েজের বিরুদ্ধে খেলবে দিল্লি। ওই ম্যাচে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি।

কোহলি নিজে থেকেই দিল্লির কোচ শরণদীপ সিংকে রনজি ম্যাচে খেলার কথা জানিয়েছেন। শরণদীপ বলেছেন, ‘কোহলি দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন সভাপতি রোহন জেটলি ও টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছে যে, রেলওয়েজের বিরুদ্ধে রনজিতে খেলবে। এটা আমাদের দলের কাছে দারুণ খবর। ড্রেসিংরুমে ওর উপস্থিতিতে বাকিরা উদ্বুদ্ধ হবে। ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। কোহলির রনজি খেলাটা আমাদের দলের কাছে বড় প্রাপ্তি।’‌

২৩ জানুয়ারি থেকে সৌরাষ্ট্রর বিরুদ্ধে ম্যাচ রয়েছে দিল্লির। এই ম্যাচে কোহলি অবশ্য খেলবেন না। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টের সময় ঘাড়ে সমস্যার কারণে কোহলিকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই জন্য সৌরাষ্ট্র ম্যাচ খেলবেন না। কোহলি। ৩০ জানুয়ারি থেকে শুরু হবে রেলওয়েজ ম্যাচ। ওই ম্যাচেই মাঠে নামবেন। রেলওয়েজ ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে যাবেন কোহলি। ২০১২ সালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে শেষবার রনজি ম্যাচ খেলেছিলেন বিরাট কোহলি। গাজিয়াবাদের মাঠে উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ১৪ ও ৪৩।

অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সব তারকা ক্রিকেটারকে নির্দেশ দেওয়া হয়েছে, ফাঁকা থাকলে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। প্রাক্তন ক্রিকেটাররাও তারকাদের ঘরোয়া ক্রিকেটে খেলা নিয়ে সরব হয়েছেন।

পারিপার্শ্বিক চাপে ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল দুজনই মুম্বইয়ের হয়ে ২৩ জানু্য়ারি থেকে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে রনজিতে মাঠে নামছেন। ঋষব পন্থও রনজি খেলবেন। ২৩ জানুয়ারি থেকে তিনি দিল্লির হয়ে সৌরাষ্ট্রর বিরুদ্ধে মাঠে নামবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!