- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২৩, ২০২৩
ভারতীয় দলের হেড কোচ হচ্ছেন লক্ষ্মণ, পুরনো ভূমিকায় দেখা যাবে দ্রাবিড়কে
১৯ নভেম্বর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের ৬ উইকেটে হৃদয়বিদারক পরাজয়ের সঙ্গে সঙ্গে একটা অধ্যায়ের সমাপ্তি। আর ভারতীয় দলের কোচ হিসেবে দেখা যাবে না রাহুল দ্রাবিড়কে। বিশ্বকাপ ফাইনালই তাঁর কাছে শেষ ম্যাচ। ওই দিনে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তাঁর দু’বছরের চুক্তি শেষ হয়েছে। রোহিত শর্মাদের হেড স্যারের দায়িত্ব আর না সামলানোর সিদ্ধান্ত নিয়েছেন রাহুল দ্রাবিড়। তাঁর সেই সিদ্ধান্তের কথা ভারতীয় ক্রিকেট বোর্ডকেও জানিয়ে দিয়েছেন। দ্রাবিড়ের জায়গায় ভিভিএস লক্ষ্মণই হতে চলেছেন ভারতীয় দলের হেড কোচ।
আজ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। ডিসেম্বরে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও তিনি হেড কোচের দায়িত্ব সামলাবেন। এই মুহূর্তে তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন। এর আগে দ্রাবিড়ের অনুপস্থিতে নিউজিল্যান্ড সফর ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামনে ছিলেন লক্ষ্মণ।
তিনি যে ভারতীয় দলের হেড কোচ হতে আগ্রহী, তা ইতিমধ্যেই বোর্ড কর্তাদের জানিয়ে দিয়েছেন লক্ষ্মণ। বিশ্বকাপ চলাকালীন তিনি আমেদাবাদে ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেই তিনি ইচ্ছার কথা জানান। আপাতত বছর দুয়েকের জন্যই তাঁর হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে। দক্ষিণ আফ্রিকা সফর থেকেই তিনি পূর্ণ সময়ের কোচ হিসেবে কাজ শুরু করবেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, লক্ষ্মণ হেড কোচের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। বিশ্বকাপ চলাকালীন এই ব্যাপারে বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। লক্ষ্মণের সঙ্গে কোচ হিসেবে দীর্ঘমেয়াদী চুক্তি হতে পারে।
২০২১ সালে নভেম্বরে ভারতের হেড কোচ হিসেবে দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়। তাঁর সঙ্গে দু’বছরের চুক্তি করা হয়েছিল। বিশ্বকাপ ফাইনালের দিনই চুক্তি শেষ হয়েছে। দ্রাবিড় ভারতীয় বোর্ডকে জানিয়ে দিয়েছেন, তিনি আর হেড কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী নন। ২০ বছর ধরে ক্রিকেটার এবং কোচ হিসেবে দলের সঙ্গে তিনি কাজ করেছেন। ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হওয়ার আগে দ্রাবিড় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টরের দায়িত্ব সামলেছিলেন। আবার তিনি সেই দায়িত্ব পালন করতে আগ্রহী। কয়েকদিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।
❤ Support Us