শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
যুদ্ধ, ১৯৪৭। জ্যাকসন পোলক, মার্কিন চিত্রকর
America when will we end the human war?
শেষ নয়, এ হল যুদ্ধের শুরু
আস্তে আস্তে আগুন ছড়িয়ে পড়ছে আকাশে আকাশে
দূর থেকে তুমি দ্যাখো, একএকটা অগ্নিপথ কীভাবে নামছে
নীচের দিকে, স্কুলে শিশুরা জানালা থেকে দ্যাখে যুদ্ধের বিমান
তারপরই হয়তো তারা ছিন্নভিন্ন হবে
তুমি দূর থেকে ক্লিক করো ক্যামেরায়
তোমার টেনশনের কিছু নেই, শান্ত থাকো তুমি
এমন যুদ্ধের কথা তোমার অজানা নয়
কত যুদ্ধ ঘটছে সবসময় পৃথিবীতে, বেডরুমে, ড্রয়ইংয়ে
টেলিভিশনের ব্যস্ত চ্যানেলে চ্যানেলে ফুটপাতে চায়ের দোকানে
আরো কত কত যুদ্ধ তুমিও দেখেছ!
সাইকো-অ্যানলিস্ট ঠিকই বলেছেন, কোনো উত্তেজনা নয়,
কবিতা লেখার ঠিক সময় এটাই
অজস্র যুদ্ধবিরোধী শান্তির কবিতা লিখে রাখব আমরা
ছন্নছাড়া মানুষের দাবির শেষ নেই, দূর থেকে টাকা ছোড়ো
মন ভালো রাখার উপায় প্রেম, মুচমুচে, এক্সট্রা-ম্যারিটাল
সুপারমার্কেটে মলে চেহারাও দারুণ বিকোয়
টাকা থাকা বড়ো কথা নয়, কখন যে মনখারাপ
আবছা অন্ধকার হয়ে ঢুকে পড়ে ঘরে, সোফাসেটের খাঁজে
খাদের প্রত্যন্ত ধারে, আমরা কি জানতে পারি
শুধু নীচের গভীর থেকে শুনতে পাচ্ছো ওঁম ধ্বনি
সবাই যোগের ক্লাসে, একসঙ্গে মুখের ভিতর থেকে
নাভির ভিতর থেকে উঠে আসছে শব্দ
এও যুদ্ধ, এও এক বন্দেমাতরম আর নারায়ে তকদির !
বেশ তো বিবেকবান হতে চেয়েছিলে, অথচ চোখের জল
অনুতাপ, মেলানো দুহাত, কেন ভাবো এইসব
তোমার নিজের অস্ত্র মেরেছে তোমাকে, তুমিও প্রস্তুত রাখো
শেষ পাশুপতবাণ, যুদ্ধের সপক্ষে যুক্তি কোনোদিন কঠিন ছিল না,
গীতার বেশির ভাগ শ্লোক মুখস্থ তোমার
প্রয়োজনে একটা একটা করে ব্যবহার করো-শ্লোক মানে অস্ত্র
অ্যায়াম ট্রায়িং টু গেট অ্যাট ইয়োর পয়েন্ট,
ধর্ষণসংবাদে ভয় পাবে না কখনও আর
লুটপাট ধর্ষণব্যতীত যুদ্ধ জেতা অর্থহীণ
এটা অ্যামেরিকা নয়, হাসিস মারিজুয়ানা এখানে মেলে-না
আফিম গাঁজার দেশ, তবে ওসব এখন ক্যাটল ক্লাসের
কত রকমের স্কচ সাজিয়ে রেখেছি তোমার জন্য অফশপ আউটলেটে
মার্কস সাহেবের কথা তুমি কোট করবে না জানি
তবু আমি তোমাকে সতর্ক করে দিই
ফ্রয়েড না পড়েও যেমন বয়ঃসন্ধিকালে যৌনচেতনার আবির্ভাব
তেমনি কার্ল মার্কস না পড়েও তুমি শ্রেণিসংগ্রাম জানো
ওসব অচল এই খোলাবাজারের দিনে, আরো আরো খুলে দাও দ্বার
অবরুদ্ধ যৌনতার দেশে এই মুক্ত বাণিজ্যের কথা বেমানান নয়
প্রসঙ্গক্রমেই বলি, সেক্সও একটা যুদ্ধ, এখানেও সবাই জেতে না
তোমার ইমোশনাল লাইফ বড়োই জটিল আর কুয়াশাজড়ানো।
তুমি দেশকাল, প্রতিবেশীদের ঈর্ষা, ডলার খরচ সব আমাদের
তোমার জন্যই এই সেনসেক্স, জাতীয় আয়, তুমি রক্ষা কোরো
এই যুদ্ধে পতনের সম্ভাবনা ক্ষীণ
দু-একটা বর্ডারের পতন মানেই হেরেযাওয়া নয়, সারেন্ডার নয়
যুদ্ধ হল আ কন্টিনুয়াস প্রসেস, স্ট্র্যাটেজিও হতে পারে
তুমি শুধু লক্ষ রাখো কারা কীভাবে সাজাচ্ছে ঘুঁটি
এসময় ক্রোধ নয়, মাথা ঠান্ডা চাই
তুমি ছাড়া কার হাতে আমরা দিয়েছি তুলে যুদ্ধের প্রস্তুতি?
♦—♦
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34