- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১৮, ২০২২
লালবাতি, পাইলট কারে না।রাজ্য মন্ত্রিসভার বৈঠকে করা বার্তা মমতার
মন্ত্রিসভার বৈঠকে কড়া বার্তা মমতার। জনসংযোগ বাড়ানোর নির্দেশ। মন্ত্রীদের লালবাতি এবং পাইলটকার ব্যবহারে নিষেধাজ্ঞা।

বৃহস্পতিবার নবান্নে, মন্ত্রিসভার বৈঠকে কড়া নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্যের মন্ত্রীদের পাইলট কার এবং লালবাতি ব্যবহারে প্রসঙ্গ তুলে, এদিনের বৈঠকে তিনি বলেছেন, এখন থেকে রাজ্যের কোনো মন্ত্রী আর পাইলটকার ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি আরও কিছু বিষয়ে মন্ত্রীদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।
পার্থ চট্টোপাধ্যায় কে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার পর, বৃহস্পতিবারই নবান্নে প্ৰথম মন্ত্রিসভার বৈঠক হল। এদিনের বৈঠকে , সরকারি নথিপত্রে সই করার আগে, মন্ত্রীদের ভালো ভাবে কাগজপত্র খতিয়ে দেখে নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি । পাশাপাশি প্রতিমন্ত্রীদের মধ্যে কাজের দায়িত্ব বন্টন নিয়েও তিনি নির্দেশ দিয়েছেন। বৈঠকে তিনি বলেন, প্রতিমন্ত্রীদের হাতে কাজ নেই, প্রায়ই এই অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাদের কাজের ক্ষেত্রও আলাদা ভাবে ভাগ কের দেওয়া হবে।
প্রসঙ্গত, মন্ত্রীদের লালবাতি বা নীলবাতির ব্যবহার কে নিয়ে, এর আগেও ঘনিষ্ঠ মহলে উষ্মা প্রকাশ করেছেন তিনি। নিজে কেন্ত্রীয়মন্ত্রী বা সাংসদ থাকাকালীন কখনোই তাঁর গাড়িতে্ লালবাতি লাগাতে দেননি। এখনো কোন সফরে মুখ্যমন্ত্রীর গাড়িতে লালবাতি নেই। এপ্রসঙ্গে তিনি বলেছেন, লালবাতি বা পাইলটকারের ব্যবহারে সাধারণের সঙ্গে দূরত্ব বাড়ে। বাধা পায় গণসংযোগ। প্রয়োজনে বাজারহাটে, পাড়ার চায়ের দোকানে গিয়ে, এলাকার সাধারণ মানুষের সঙ্গে মিশে জনভিত্তি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পার্থ-অনুব্রত কান্ডে, তৃণমূলের হারানো জনভিত্তি এবং নেতিবাচক মনোভাবকে সামাল দিতেই দলনেত্রীর এই পদক্ষেপ।যদিও এপ্রসঙ্গে বিরোধি শিবিরের জননেতারা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, মন্ত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি হলেও তৃণমূলের সাংসদদের বিষয়ে কেন কোন মন্তব্য করলেন না মমতা!
❤ Support Us