- দে । শ
- এপ্রিল ১, ২০২৪
এপ্রিল থেকে জুন, তাপ প্রবাহের সতর্কবার্তা মৌসম ভবনের
এপ্রিল থেকে জুন পর্যন্ত তীব্র দাবদাহের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর । মৌসম ভবনের তরফে ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, দেশের বেশির ভাগ জায়গায় এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ওপরে । শুধুমাত্র হিমালয় ঘেঁষা কিছু এলাকা ও উত্তর-পূর্বে ওড়িশা সহ বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিক বা তার কম থাকবে ।
যে রাজ্যগুলিতে তাপপ্রবাহের প্রভাব সবথেকে বেশি হবে, সেগুলি হল মহারাষ্ট্র, কর্নাটক, রাজস্থান, মধ্য প্রদেশ, ওড়িশা, ছত্তীশগঢ় ও অন্ধ্র প্রদেশ । মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, বেশ কয়েকটি জায়গায় একটানা ৮ থেকে ১০ দিন ধরে চলবে তাপপ্রবাহ । গোটা এপ্রিল জুড়েই দেশের সর্বত্র তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে । মধ্য ও দক্ষিণ ভারতে তাপপ্রবাহ হবে সর্বাধিক ।
বাংলাতেও ইতিমধ্যেই শুরু হয়েছে প্রবল উত্তাপ। চড়া রোদে পুড়ছে দক্ষিণবঙ্গ। বুধবার থেকে পশ্চিমের ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।এরমধ্যেই স্কুল গুলিতে গ্রীষ্মের ছুটি বৃদ্ধির বিজ্ঞপ্তি দিয়েছে করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।৬ মে থেকে শুরু হবে গরমের ছুটি। যা চলবে ২ জুন পর্যন্ত। সাধারণত ১০ দিন গরমের ছুটি পায় পড়ুয়ারা। এবার যা বেড়ে ২২ দিন হচ্ছে । লোকসভা ভোট এবং তাপপ্রবাহের আশঙ্কাতেই এই ছুটি বাড়ল।
❤ Support Us