Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১, ২০২৪

এপ্রিল থেকে জুন, তাপ প্রবাহের সতর্কবার্তা মৌসম ভবনের

আরম্ভ ওয়েব ডেস্ক
এপ্রিল থেকে জুন, তাপ প্রবাহের সতর্কবার্তা মৌসম ভবনের

এপ্রিল থেকে জুন পর্যন্ত তীব্র দাবদাহের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর । মৌসম ভবনের তরফে ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, দেশের বেশির ভাগ জায়গায় এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ওপরে । শুধুমাত্র হিমালয় ঘেঁষা কিছু এলাকা ও উত্তর-পূর্বে ওড়িশা সহ বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিক বা তার কম থাকবে ।

যে রাজ্যগুলিতে তাপপ্রবাহের প্রভাব সবথেকে বেশি হবে, সেগুলি হল মহারাষ্ট্র, কর্নাটক, রাজস্থান, মধ্য প্রদেশ, ওড়িশা, ছত্তীশগঢ় ও অন্ধ্র প্রদেশ । মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, বেশ কয়েকটি জায়গায় একটানা ৮ থেকে ১০ দিন ধরে চলবে তাপপ্রবাহ । গোটা এপ্রিল জুড়েই দেশের সর্বত্র তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে । মধ্য ও দক্ষিণ ভারতে তাপপ্রবাহ হবে সর্বাধিক ।

বাংলাতেও ইতিমধ্যেই শুরু হয়েছে প্রবল উত্তাপ। চড়া রোদে পুড়ছে দক্ষিণবঙ্গ। বুধবার থেকে পশ্চিমের ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।এরমধ্যেই স্কুল গুলিতে গ্রীষ্মের ছুটি বৃদ্ধির বিজ্ঞপ্তি দিয়েছে করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।৬ মে থেকে শুরু হবে গরমের ছুটি। যা চলবে ২ জুন পর্যন্ত। সাধারণত ১০ দিন গরমের ছুটি পায় পড়ুয়ারা। এবার যা বেড়ে ২২ দিন হচ্ছে । লোকসভা ভোট এবং তাপপ্রবাহের আশঙ্কাতেই এই ছুটি বাড়ল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!