Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জুন ১৬, ২০২২

২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা, ঢুকবে বাংলাদেশেও । ঝুঁকি বাড়বে উত্তরবঙ্গের পাহাড়ি পথে।

আরম্ভ ওয়েব ডেস্ক
২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা, ঢুকবে বাংলাদেশেও । ঝুঁকি বাড়বে উত্তরবঙ্গের পাহাড়ি পথে।

বর্ষা গতি বদলাচ্ছে। এবার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে উড়ছে। আবহাওয়া দপ্তরের খবর, আজ কলকাতাসহ গাঙ্গেয় সমতটে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। গরমের অস্বস্তি কিছুটা কমবে। হালকা  হাওয়ায় পাল তুলবে মেঘলা আকাশ। উত্তরবঙ্গে আগামি রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির হবে । সব জেলাতেই হালকা আর ফিনফিনে বৃষ্টি ঝরবে। বিভিন্ন নদীতে জলস্তর বাড়বে । নিচু এলাকা বন্যার আশঙ্কা । পাহাড়ি এলাকা ঝাপসা হয়ে উঠবে। দার্জিলিং এবং কালিম্পংয়ে বিপদের ঝুঁকি বাড়তে পারে।

আসামসহ উত্তর-পূর্বাঞ্চলে সাত রাজ্যে ক্রমাগত বর্ষণ চলছে । নদী বিপদ সীমার ঊর্দ্ধে প্লাবিত। উজান, নিম্ন ও দক্ষিণ আসামের চড়াই-উৎরাই বহু এলাকা। এর মাঝেই একটি সুসংবাদ বাংলাদেশ আর দক্ষিণবঙ্গে বর্ষার শুরুতেই ইলিশ কিশোরীরা নদী-মোহনায় ঝাঁকে ঝাঁকে ছড়িয়ে পড়ছে । তাঁদের জালবন্দি করতে মরিয়া মৎস শিকারীরা। ঝলসে উঠবে রূপালি শস্য— এরকম আশা নিয়ে বাজারে আগাম উঁকিঝুঁকি দিচ্ছেন শহুরে মধ্যবিত্ত আর উচ্চবিত্তরা। দাম এখন আকাশমুখী। যোগান বাড়লে ইলিশের মূল্য কমবে —এরকম প্রত্যাশার মুখ দেখার সুযোগ কোথায় গরিবের।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!