- কে | রি | য়া | র-ক্যা | ম্পা | স
- মে ৩০, ২০২২
মাদ্রাসার ফল ঘোষিত। হাই মাদ্রাসা পরীক্ষায় শীর্ষে মেয়েরা

হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশিত হল সোমবার। এবার ৯০ হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিলেন। কোভিড পরিস্থিতি পরবর্তী সময়ে অফলাইন প্রক্রিয়ায় পরীক্ষা শুরু হয়েছিল ৭ মার্চ, শেষ হয়েছে ২১ মার্চ। পরীক্ষা শেষের চল্লিশদিনের মাথায় প্রকাশিত হল ফলাফল।
মাদ্রাসা শিক্ষা পর্ষদ সভাপতি আবু তাহের কামরুদ্দিন ফল ঘোষণা করেন। চলতি বছরে পাশের হার ৮৭.০২ শতাংশ। চলতি বছরে পাশের হারের নিরিখে এগিয়ে পূর্ব মেদিনীপুর। তবে মেধাতালিকার প্রথম দশে মুর্শিদাবাদ এবং মালদার পড়ুয়ারা এগিয়ে।কলকাতায় পাশের হার ৯২ শতাংশ।
মাদ্রাসার মাধ্যমিক স্তর আলিমে প্রথম স্থানে দুজন মুর্শিদাবাদের আলজাভ শেখ এবং উত্তরচব্বিশ পরগণার মহম্মদ মুজাহিদিন।উচ্চমাধ্যমিক স্তর অর্থাৎ ফাজিলে এগিয়ে মেয়েরা। মালদার বটতলা হাইমাদ্রাসার শরিফা খাতুন প্রথম স্থান পেয়েছেন।ওই বিদ্যালয়েরই আরেক ছাত্রী ইমরানা আফরোজ হয়েছেন দ্বিতীয়।
এবার মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় খানিকটা কমেছে পাশের হার। ২০২১ সালে পাশ করেছিলেন ১০০ শতাংশ পড়ুয়া। এবছর তা কমে হয়েছে ৮৭.০২ শতাংশ।
❤ Support Us