Advertisement
  • এই মুহূর্তে প্রচ্ছদ রচনা
  • আগস্ট ২৭, ২০২২

বাগদা সীমান্তে বিএসএফ জাওয়ানদের হাতে ধর্ষিত হলেন মহিলা! রক্ষা পায়নি ২ বছরের শিশুও!

সংকটজনক পরিস্থিতিতে আছে নির্যাতিতার শারীরিক অবস্থা। অভিযুক্ত দুই বিএসএফ কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ।

আরম্ভ ওয়েব ডেস্ক
বাগদা সীমান্তে বিএসএফ জাওয়ানদের হাতে ধর্ষিত হলেন মহিলা! রক্ষা পায়নি ২ বছরের শিশুও!

চিত্র সংগৃহীত

উত্তর ২৪ পরগনার বাগদা এলাকায় সীমান্ত পারাপার করবার সময় বিএসএফ-এর হাতে গণধর্ষণের শিকার হলেন এক মহিলা। অভিযোগ তাঁর দু’বছরের শিশুকেও রেহাই দেওয়া হয়নি। মায়ের কোল থেকে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে ধর্ষকরা। সংকটজনক পরিস্থিতিতে আছে নির্যাতিতার শারীরিক অবস্থা। অভিযুক্ত দুই বিএসএফ কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পাসপোর্ট, ভিসা ছাড়া বাগদা এলাকা দিয়ে চোরাপথে সীমান্ত পেরিয়ে, দু বছরের শিশুসন্তান সমেত বাংলাদেশে প্রবেশ করতে চেষ্টা করছিলেন মহিলা, কিন্তু অসফল হন। সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের হাতে ধরা পরেন। ক্যাম্পে ধরে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই জওয়ান ও অধিকারিকদের হাতে ধর্ষিত হন তিনি। তাঁর কোল থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় শিশুসন্তানকে। ইতিমধ্যে অভিযুক্ত দুই জওয়ানদের গ্রেফতার করেছে পুলিশ। গুরুতরভাবে জখম হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় নির্যাতিতাকে।

পুলিশ সুত্রে জানা গেছে, মহিলার বাড়ি বাংলাদেশের যশোরের শেখ পাড়ার খানপুর গ্রামে। কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে এদেশে নিয়ে আসে রাজু নামক এক যুবক। তারপর তাঁকে পাচার করে দেওয়া হয় মুম্বাইতে। সেখান থেকে তিনি পালাতে সক্ষম হন। বাগাদের সীমান্ত পেরিয়ে নিজের বাড়ি যাওয়ার চেষ্টা করেন কিন্তু শেষরক্ষা পেলেন না। সিমান্তে বিএসএফ হাতে ধর্ষিত হতে হয় তাঁকে।


❤ Support Us
error: Content is protected !!