Advertisement
  • এই মুহূর্তে
  • জানুয়ারি ১৯, ২০২২

অতিমারী এখনই শেষ হচ্ছে, সকলকে সতর্ক করলেন হু প্রধান

অতিমারী এখনই শেষ হচ্ছে, সকলকে সতর্ক করলেন হু প্রধান

দু’বছর জুড়ে করোনা ভাইরাসের দাপটে তটস্থ বিশ্ব । প্রশ্ন উঠেছে, কবে মুক্তি মিলবে এই অতিমারীর কবল থেকে? বিশ্ব স্বাস্থ‌্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়াসুস মঙ্গলবার এ বিষয়ে বলেছেন, অতিমারী এখনও শেষ হয়নি। টুইটারেও নিজের উদ্বেগ প্রকাশ করে হু প্রধান লেখেন, ‘সারা বিশ্বেই দাপট দেখাচ্ছে ওমিক্রন। যে সব দেশের টিকাকরণের হার কম, তাদের নিয়ে উদ্বিগ্ন আছি। কেননা টিকা না নিলেই অসুস্থতা আর মৃত্যুর সম্ভাবনা অনেক গুণ বাড়বে । সকলকে অনুরোধ, সংক্রমণের ঝুঁকি কমাতে এবং স্বাস্থ্য ব্যবস্থার উপরের চাপ কমাতে নিজেদের পক্ষে যা করনীয় সেটা করুন।’

উল্লেখ্য, গত সপ্তাহেই তিনি সকলকে বারণ করেছিলেন ওমিক্রনকে হালকা ভাবে না নিতে। জানিয়েছিলেন, “এই ভাইরাসটি একেবারেই সোজা কিছু নয়। আর এটাকে হালকাভাবে নেওয়াও উচিত হবে না। ওমিক্রন ডেল্টার থেকে কম মারাত্মক বা যাদের টিকা নেওয়া হয়ে গিয়েছে তাঁদের জন্য কম ক্ষতিকারক। কিন্তু এটাও বিপজ্জনক ভাইরাস। এর সংক্রমণের ফলেও হাসপাতালে ভরতি হওয়ার বা মৃত্যুর ঝুঁকি থাকছে।’

কোনওভাবেই এটাকে সাধারণ সর্দিকাশি বলে উপেক্ষা করা ঠিক হবে না। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ২ লক্ষ ৮২ হাজার ৯৭০ জন। সোমবারের তুলনায় সংখ্যাটা শতাংশের হিসেবে ১৮.৯ শতাংশ বেশি। মৃত ৪৪১ জন । সব মিলিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮৭ হাজার ২০২ জনের। ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৯১ জন। শতাংশের বিচারে ৪.৬২ শতাংশ। তবে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার ৯৩.৮৮ শতাংশ।

উল্লেখ্য, মঙ্গলবার দেশে করোনা টিকা নেওয়ার গন্ডি ১৫৮ কোটি অতিক্রম করেছে। অর্থাৎ, দেশের জনসংখ্যার মধ্যে ১৫৮ কোটি মানুষ ইতিমধ্যেই টিকা নিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!