Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ৩, ২০২৩

আন্তর্জাতিক নির্বাসনের মুখে দাঁড়িয়ে ভারতীয় কুস্তি সংস্থা

আরম্ভ ওয়েব ডেস্ক
আন্তর্জাতিক নির্বাসনের মুখে দাঁড়িয়ে ভারতীয় কুস্তি সংস্থা

ভারতীয় কুস্তি সংস্থাকে কি আন্তর্জাতিক নির্বাসনের মুখে পড়েত হবে?‌ তেমন সম্ভাবনাই তৈরি হয়েছে। কারণ যা পরিস্থিতি, তাতে ১০ জুনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে না ভারতীয় কুস্তি ফেডারেশনের পক্ষে। আর সেই কারণেই আন্তর্জাতিক কুস্তি সংস্থার নির্বাসনের খাঁড়া নেমে আসতে পারে।

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ভারতীয় কুস্তি ফেডারেশনকে ২৭ এপ্রিল ৪৫ দিনের সময়সীমা দিয়েছিল নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। সেই দিনই ভারতীয় কুস্তি সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু নির্বাচন করার জন্য এখনও পর্যন্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে পারেনি। এমনকি নির্বাচন করার জন্য রিটার্নিং অফিসারও নিয়োগ করা হয়নি। ২৭ এপ্রিল থেকে ৪৫ দিনের সময়সীমা ১০ জুন শেষ হবে। অর্থাৎ অ্যাডহক কমিটির হাতে সময় আছে আর মাত্র ৭ দিন। এই কম সময়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা কার্যত অসম্ভব।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পূর্ণ হলে প্রক্রিয়াটি শেষ করতে কমপক্ষে ১১ দিন সময় লাগবে। আর যদি একই পদের জন্য একাধিক ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে ১৬ দিন সময় লাগবে। কিন্তু সেই সময় এখন ভারতীয় কুস্তি সংস্থার অ্যাডহক কমিটির হাতে নেই। ফলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন না হলে আন্তর্জাতিক কুস্তি সংস্থার নির্বাসনের খাঁড়া নেমে আসতে পারে।

তবে যা খবর, তাতে ভারতীয় কুস্তি সংস্থার অ্যাডহক কমিটি আন্তর্জাতিক কুস্তি সংস্থার কাছে নির্বাচন জন্য আরও সময় চাইতে পারে। অ্যাডহক কমিটির এক সদস্য বলেন, ‘‌আশা করছি দ্রুতই রিটার্নিং অফিসার নিয়োগ করা হবে। আর রিটার্নিং অফিসার নিয়োগ করার পর নির্বাচন প্রক্রিয়া শেষ হতে বেশি সময় লাগবে না। তবে ৪৫ দিনের সময়সীমা পূরণ করা খুবই কঠিন। প্রয়োজনে অস্বাভাবিক পরিস্থিতিতে আমরা আন্তর্জাতিক ফেডারেশনকে সময় সীমা বাড়ানোর জন্য অনুরোধ করব।’‌

প্রসঙ্গত উল্লেখ্য, যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ শিং ২০১১ সাল থেকে ভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট পদে রয়েছেন। টানা তিন মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচনের আর করতে পারবেন না তিনি। ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ২৩ এপ্রিল থেকে কুস্তিগিররা প্রতিবাদ আন্দোলনে শামিল হওয়ায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক কুস্তি সংস্থার নির্বাচন প্রক্রিয়া বাতিল করে দেয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!