Advertisement
  • ভা | ই | রা | ল
  • ফেব্রুয়ারি ২১, ২০২২

বিশ্বের জনপ্রিয় লাস্যময়ী ঠাকুমার টোটকা, বিবস্ত্র ঘুমালেই মিলবে চিরযৌবন ।

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বের জনপ্রিয় লাস্যময়ী ঠাকুমার টোটকা, বিবস্ত্র ঘুমালেই মিলবে চিরযৌবন ।

অস্ট্রেলিয়ায় বসবাসকারী ৫১ বছরের গিনা স্টেওয়ার্ট । চার সন্তানের জননী। এক নাতিও আছে তাঁর । তিনি পৃথিবীর সব থেকে লাস্যময়ী ঠাকুমা, এমনটাই দাবি করেন তাঁর গুণমুগ্ধরা । দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি ভাইরাল হয়। ছবিতে দেখা যাচ্ছে টপলেস হয়ে ইউজারদের যৌবন ধরে রাখার পরামর্শ দিচ্ছেন তিনি ৷

ডেইলি স্টারের এক প্রতিবেদনের বলা হয়েছে—গিনা অস্ট্রেলিয়ার ১০টি আকর্ষণীয় মহিলাদের মধ্যে অন্যতম ৷ স্টেওয়ার্ট জানিয়েছেন সমস্ত কাপড় খুলে শুয়ে বা টপলেস অবস্থায় শুলে দীর্ঘ যৌবন ধরে রাখা সম্ভব ৷ একই সঙ্গে সুস্বাস্থ্যের অধিকারীও হওয়া সম্ভব ৷ ঘুম ভালো হলেই স্বাস্থ্যও থাকবে ভালো । জামা কাপড় খুলে ঘুমালে শরীরে রক্ত সঞ্চালনের পরিমাণ বাড়ে, হৃদযন্ত্রটি ভালভাবে কাজ করে ৷ গভীর ঘুমে গ্রোথ হরমোন ও মেলাট্যানিনও নির্গত হয়ে থাকে ৷ এইগুলি অ্যান্টি এজিং, নখ, অস্থি শক্ত করে, ঝলমলে ত্বক, স্মৃতি শক্তিও ভাল রাখে । তাঁর পরামর্শ যদি কেউ বিবস্ত্র হয়ে শোয়ার প্র্যাকটিস করেন গভীর ঘুমে আচ্ছন্ন হতে পারবেন ৷ আতঙ্কের প্রবণতা কমবে, মানসিক স্থিতি আরও মজবুত হবে ৷


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!