Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২০, ২০২৪

‌২৩ ফেব্রুয়ারি শুরু মহিলা প্রিমিয়ার লিগ, উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বলিউডি তারকারা

আরম্ভ ওয়েব ডেস্ক
‌২৩ ফেব্রুয়ারি শুরু মহিলা প্রিমিয়ার লিগ, উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বলিউডি তারকারা

কয়েকদিনের মধ্যেই ঢাকে কাঠি পড়ে যাচ্ছে ভারতের ফ্র‌্যাঞ্চাইজি লিগের। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মহিলাদের প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং রানার্স দিল্লি ক্যাপিটালস। জাঁকজমকভাবে মহিলা প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ শুরু করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান‌ মাতাবেন বলিউডি তারকারা।
২৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সন্ধে সাড়ে ৭টায় প্রথম ম্যাচ শুরু হবে। তার আগে ১ ঘন্টার উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের এবার মঞ্চ মাতাবেন বলিউড তারকা কার্তিক আরিয়ান। তিনি ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন সিদ্ধার্থ মালহোত্রা। এছাড়া বলিউডের আরও নামী শিল্পীদের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা। গতবছর কিয়ারা আডবানী ও কৃতি শ্যাননের মতো অভিনেত্রীরা পারফরমেন্স করেছিলেন। মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান জিও সিনেমা এবং স্পোর্টস ১৮ চ্যানেলে সরাসরি দেখা যাবে।
গতবছর মহিলা প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয়েছিল মুম্বইয়ে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিকল্পনা ধীরে ধীরে মহিলা প্রিমিয়ার লিগ দেশের নানা প্রান্তে ছড়িয়ে দেওয়ার। তবে এখনই সেই পরিকল্পনার বাস্তবায়ন হচ্ছে না। এবছর দিল্লি এবং বেঙ্গালুরুতে হবে। আগামী দিনে আইপিএলের মতো দেশের বিভিন্ন ভেন্যুতে ছড়িয়ে দেওয়া হবে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে। এদিকে, মহিলা প্রিমিয়ার লিগ শুরুর আগে বড় ধাক্কা খেল গুজরাট। আনক্যাপড ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি দাম পাওয়া কাশ্বী গৌতম চোট পেয়ে মহিলা প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেছেন। তাঁর পরিবর্তে মুম্বইয়ের ২৩ বছর বয়সী সায়ালি সাতঘোরেকে দলে নিয়েছে গুজরাট।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!