Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২৯, ২০২৪

জয়ের হ্যাটট্রিক হল না মুম্বইয়ের, ইউপি-র কাছে হার ৭ উইকেটে

আরম্ভ ওয়েব ডেস্ক
জয়ের হ্যাটট্রিক হল না মুম্বইয়ের, ইউপি-র কাছে হার ৭ উইকেটে

মহিলা প্রিমিয়ার লিগে এবছর দারুন শুরু করেছিল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম দুই ম্যাচে জয়। জয়ের হ্যাটট্রিক অবশ্য হল না।তৃতীয় ম্যাচে এসে হারতে হল হরমনপ্রীত কাউরদের। মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়ে প্রথম জয় তুলে নিল ইউপি ওয়ারিয়রজ। প্রথম দুটি ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে জয়ের মুখ দেখল ইউপি।
টসে জিতে মুম্বইকে প্রথমে ব্যাট করতে পাঠায় ইউপি। ভাল শুরু করেছিলেন দুই ওপেনার হেইলি ম্যাথিউজ ও যস্তিকা ভাটিয়া। ওপেনিং জুটিতে মুম্বই তোলে ৫০। অষ্টম ওভারের শেষ বলে আউট হন যস্তিকা (২২ বলে ২৬)। এরপর মুম্বইকে টানছিলেন ম্যাথিউজ ও ন্যাট স্কিভার-ব্রান্ট। ৯২ রানের মাথায় জুটি ভাঙে। ১৯ রান করে আউট হন স্কিভার। তিনি আউট হওয়ার পরপরই ফিরে যান হেইলি ম্যাথিউজ। ৪৭ বলে তিনি করেন ৫৫। মুম্বইয়ের মিডল অর্ডার রান পায়নি। অ্যামেলিয়া কের করেন ২৩, পূজা বস্ত্রকার করেন ১৮। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬১ রান তোলে মুম্বই। গ্রেস হ্যারিস, সোফিয়ে একলেস্টন, দীপ্তি শর্মা, অঞ্জলি সর্বানী, রাজেশ্বরী গায়কোয়াড় প্রত্যেকেই একটি করে উইকেট নেন।
জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে শুরু করেন ইউপি-র দুই ওপেনার অ্যালিসা হিলি এবং কিরণ নভগিরে। ওপেনিং জুটিতে ৯৪ রান তুলে জয়ের ভিত গড়ে দেন এই দুই ব্যাটার। ২৯ বলে ৩৩ রান করে আউট হন হিলি। ৩১ বলে ৫৭ রান করেন নভগিরে। তাহলিয়া ম্যাকগ্রাথ (১) রান না পেলেও গ্রেস হ্যারিস ও দীপ্তি শর্মা জুটি ইউপি ওয়ারিয়রজকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ১৬.৩ ওভারে ১৬৩/৩ তোলে ইউপি। গ্রেস হ্যারিস ৩৮ ও দীপ্তি ২৭ রান করে অপরাজিত থাকেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!