- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১৫, ২০২৫
রিচা ঘোষের দুরন্ত ব্যাটিং, জয় দিয়ে মহিলা প্রিমিয়ার লিগ শুরু করল বেঙ্গালুরু

শুরু হলো মহিলাদের প্রিমিয়ার লিগ। জয় দিয়েই অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০০-র বেশি রান করেও শেষরক্ষা করতে পারল না গুজরাট জায়ান্টস। দুরন্ত ব্যাটিং করে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় নিশ্চিত করেন রিচা ঘোষ।
টস জিতে বেঙ্গালুরু ব্যাট করতে পাঠায় গুজরাট জায়ান্টসকে। গুজরাত জায়ান্টসের হয়ে ওপেন করতে নামেন বেথ মুনি এবং লরা উলভার্ট। লরা উলভার্ট ১০ বলে ৬ রান করে আউট হন। রান পাননি দয়ালান হেমলতা (৪)। বেথ মুনি ৪২ বলে ৫৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। হেমলতা আউট হওয়ার পর ক্রিজে নেমে ঝড় তোলেন গুজরাট জায়ান্টসের অধিনায়ক অ্যাশলে গার্ডনার। অধিনায়কোচিত ইনিংস খেলে ৩৭ বলে ৭৩ রান করেন। মারেন তিনটি চার এবং আটটি ছক্কা।র ডিয়ান্ড্রা ডটিন ১৩ বলে ২৫ রান করেন, সিমরন ৫ বলে ১১। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০১ রান তোলে গুজরাত জায়ান্টস। বেঙ্গালুরুর হয়ে রেণুকা সিং ২টি , কণিকা আহুজা, জর্জিয়া ওয়ারহ্যাম, প্রেমা রাওয়াত ১টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বেঙ্গালুরু। স্মৃতি মান্ধানা (৯), ড্যানি ওয়াট-হজ (৪) দ্রুত আউট হন। এরপর হাল ধরেন এলিস পেরি। ৩৪ বলে ৫৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। মারেন ৬টি চার এবং ২টি ছক্কা। রাঘবী বিস্ত ২৭ বলে ২৫ রান করে আউট হন।
এরপর কণিকা আহুজার সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান বাংলার রিচা ঘোষ। ১৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য রান তুলে নেয় বেঙ্গালুরু। ২৭ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেলেন রিচা। মারেন ৭টি চার ও ৪টি ছয়।
❤ Support Us