Advertisement
  • প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ৩, ২০২৪

‌দ্বিশতরান করে কাম্বলি, গাভাসকারদের পাশে যশস্বী, ভারত তুলল ৩৯৬

আরম্ভ ওয়েব ডেস্ক
‌দ্বিশতরান করে কাম্বলি, গাভাসকারদের পাশে যশস্বী, ভারত তুলল ৩৯৬

প্রথম দিনের শেষে ১৭৯ রানে অপরাজিত ছিলেন যশস্বী জয়সওয়াল। যেভাবে ব্যাটিং করছিলেন, দ্বিতশতরান প্রত্যাশিত ছিল। প্রত্যাশামতোই টেস্টে জীবনের প্রথম দ্বিশতরান তুলে নিলেন ভারতের এই তরুণ ব্যাটার। একই সঙ্গে নাম লেখালেন সুনীল গাভাসকারদের তালিকায়। তৃতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসাবে দ্বিশতরান করলেন যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত প্রথম ইনিংসে তুলল ৩৯৬। এরমধ্যে যশস্বীর একারই ২০৯।
দ্বিতীয় দিন সকালে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং শুরু করেন যশস্বী ও অশ্বিন। দিনের অস্টম ওভারে জিমি অ্যান্ডারসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন অশ্বিন (‌২০)‌। সঙ্গীর অভাবে দ্বিশতরান হাতছাড়া হতে পারে, এই আশঙ্কায় আর ঝুঁকি নেননি যশস্বী। পরের ওভারেই শোয়েব বশিরকে পরপর ৬ ও ৪ মেরে জীবনের প্রথম দ্বিশতরানে পৌঁছে যান। ২৭৭ বলে দ্বিশতরান আসে যশস্বীর। শেষ পর্যন্ত ২৯০ বলে ২০৯ রান করে অ্যান্ডারসনের বলে বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে আউট হলেন।
তৃতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করলেন যশস্বী। সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে বিনোদ কাম্বলির। ১৯৯৩ সালে ২১ বছর ৩২ দিন বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান করেছিলেন তিনি। ওই বছরই জিম্বাবোয়ের বিরুদ্ধে আবার দ্বিশতরান করেন কাম্বলি। তখন তাঁর বয়স ছিল ২১ বছর ৫৫ দিন। ভারতীয়দের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সুনীল গাভাসকর। ২১ বছর ২৭৭ দিন বয়সে টেস্টে দ্বিশতরান করেছিলেন তিনি। আর ২২ বছর ৩৭ দিন বয়সে দ্বিশতরান করলেন যশস্বী। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে দ্বিশতরানের রেকর্ড রয়েছে হলেন জাভেদ মিয়াঁদাদের। ১৯ বছর ১৪০ দিন বয়সে তিনি দ্বিশতরান করেন।
যশস্বী আউট হওয়ার পর ভারতের ইনিংস আর বেশিদূর এগোয়নি। ৩৯৬ রানে গুটিয়ে যায়। বুমরা করেন ৬, মুকেশ কুমার খাতা খুলতে পারেননি। কুলদীপ যাদব ৮ রান করে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের হয়ে অ্যান্ডারসন, সোয়েব বশির, রেহান আমেদ ৩টি করে উইকেট নেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!