Advertisement
  • এই মুহূর্তে
  • মার্চ ১৭, ২০২২

আজ বঙ্গবন্ধুর জন্মদিন ।

আজ বঙ্গবন্ধুর জন্মদিন ।

আজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান-এর ১০২তম জন্মদিন ।বঙ্গবন্ধু ছিলেন একজন কালজয়ী মহাপুরুষ, যিনি একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন এবং জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন। আবার সেই স্বপ্ন সত্যি করে ‘স্বাধীন বাংলাদেশ’ প্রতিষ্ঠাও করেছিলেন।
১৯৯৭ সাল থেকে তার জন্মদিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ ভূমিষ্ঠ হয়েছিলেন, কিন্তু সেই দিনের পর থেকে আজ পর্যন্ত প্রতিটি দিনে তিনি জন্মাচ্ছেন বিশ্বের সব স্বাধীনচেতা মানুষের চিন্তায় ও কর্মে। বাংলার মানুষের হাসি-আনন্দে প্রতিদিন জন্ম হয় তাঁর।

তাঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেছেন।
বেলা সাড়ে ১১ টার দিকে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজ নানা উৎসব পালিত হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!