Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মার্চ ৪, ২০২৫

কুমুদ সাহিত্য মেলায় চাঁদের হাট

আরম্ভ ওয়েব ডেস্ক
কুমুদ সাহিত্য মেলায় চাঁদের হাট

১৫তম কুমুদ সাহিত্য মেলায় বসল চাঁদের হাট। পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিকের বসতভিটে মঙ্গলকোটের কোগ্রাম। তাঁর বসতভিটে ‘মধুকর’ প্রাঙ্গণে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা।

সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন জানান, ‘২০১০ সালে এই সাহিত্য মেলা শুরু হয়। মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তের ১৫ জন গুণীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।’ মেলার যুগ্ম উদ্বোধক কলকাতা হাইকোর্টের আইনজীবী জনাব আনসার মন্ডল ও রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়। ছিলেন পদ্মশ্রী প্রাপক লোকসংগীত শিল্পী রতন কাহার, রাজ্য যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের ডেপুটি সেক্রেটারি দিলীপ বিশ্বাস, কাজি নজরুল ইসলামের ভাইঝি সোনালি কাজি প্রমুখ।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!