Advertisement
  • কে | রি | য়া | র-ক্যা | ম্পা | স
  • ফেব্রুয়ারি ৯, ২০২২

নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল এনএমডিসি লিমিটেড ।

আরম্ভ ওয়েব ডেস্ক
নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল এনএমডিসি লিমিটেড ।

নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে এনএমডিসি লিমিটেড । ফাঁকা ২০০ টি পদে নিয়োগ করা হবে। যার মধ্যে ফিল্ড অ্যাটেনডেন্ট, মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট (মেক/ইলেক্ট), এমসিও, এইচইএম মেকানিক, ইলেকট্রিশিয়ান, ব্লাস্টার, কিউসিএ কর্মী পদে চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই শূন্যপদগুলি কর্ণাটকের ডোনিমালাই কমপ্লেক্সে নিয়োগের জন্য জারি করা হয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা কেবল এনএমডিসি লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা/ ম্যাট্রিক/ আইটিআই পাস/ বিএসসি (কেমিস্ট্রি/জিওলজি) পাশের শংসাপত্র থাকতে হবে।

বয়স সীমা

এই ক্ষেত্রে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স (১৮-৩০) বছরের মধ্যে হতে হবে। এই পদের জন্য সর্বোচ্চ বয়স সীমা এসসি/এসটি-এর জন্য ৫ বছর, ওবিয়ি-এর জন্য ৩ বছর ও পিডব্লুডি বিভাগের জন্য ১০ বছর ছাড় দেওয়া হয়েছে। বিশদে জানতে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে ।

প্রার্থী বাছাই

লিখিত পরীক্ষা ও শারীরিক সক্ষমতা পরীক্ষা/ ট্রেড টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে প্রার্থীদের। পরীক্ষার/সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

বিষদ জানতে এনএমডিসি লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটেও যেতে হবে — https://www.nmdc.co.in
আগামী ২ মার্চের মধ্যে অনলাইনে আবেদন পাঠাতে পারবেন চাকরীপ্রার্থীরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!