Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১৪, ২০২৫

কেরালায় দলিত ক্রিড়াবিদের ওপর যৌন অত্যাচার, বাড়লো গ্রেফতারির সংখ্যা

আরম্ভ ওয়েব ডেস্ক
কেরালায় দলিত ক্রিড়াবিদের ওপর যৌন অত্যাচার, বাড়লো গ্রেফতারির সংখ্যা

ঘটনার তত্ত্বাবধানে থাকা ডিআইজি এস অজিথা বেগম বলেছেন যে মেয়েটির কথিত যৌন নির্যাতনের ঘটনায় ৩০টি এফআইআর করা হয়েছে। মামলায় উল্লিখিত ৫৯ জন অভিযুক্তের মধ্যে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

পাথানামথিট্টা জেলার বছরের পর বছর ধরে একাধিক ব্যক্তির কাছে যৌন নির্যাতনের শিকার। ঘটনায় গা শিউরে উঠেছিল আমাদের। কেরালা পুলিশের বিশেষ তদন্তকারী দল যৌন নির্যাতনের চাঞ্চল্যকর মামলার তদন্ত করে এই বিষয়ে এখনও পর্যন্ত ৪৪ জনকে গ্রেপ্তার করেছে, পুলিশ সূত্রে খবর। ঘটনার তত্ত্বাবধানে থাকা ডিআইজি এস অজিথা বেগম বলেছেন, ‘মেয়েটির কথিত যৌন নির্যাতনের ঘটনায় ৩০টি এফআইআর করা হয়েছে। মামলায় উল্লিখিত ৫৯ জন অভিযুক্তের মধ্যে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’ তিনি আরো জানিয়েছেন, “অভিযুক্তদের মধ্যে দুজন পলাতক রয়েছে। তারা বর্তমানে বিদেশে রয়েছে। আমরা তাদের জন্য লুক আউট সার্কুলার জারি করার কথা বিবেচনা করছি। আমরা ইন্টারপোলের সাহায্যে তাদের ওপর রেড কর্নার নোটিশ জারি করার পরিকল্পনা করছি।”

আরো ১৩ জন অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি। “আমরা তাদের অবস্থান অনুসন্ধান করছি। শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে।  সিটের পর্যবেক্ষনে যথাযথ তদন্ত প্রক্রিয়া চলবে। আমরা কোনো অভিযুক্তকেই ছাড় দেব না। কোনো আপস হবে না। আমরা তাদের সবাইকে আদালতের সামনে হাজির করব।” তদন্তকারী অফিসারের মন্তব্য।

এখনো পর্যন্ত তদন্তে উঠে এসেছে, অভিযুক্তদের মধ্যে কয়েকজন পাথানামথিট্টার একটি বেসরকারি বাসস্ট্যান্ডে মেয়েটির সাথে দেখা করেছিলেন। এরপর তাকে গাড়িতে করে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় এবং নির্যাতনের শিকার হন কিশোরী। তদন্তে আরো উঠে এসেছে দ্বাদশ শ্রেণিতে পড়বার সময়, একজন যুবক তাঁর সাথে সোশ্যাল মিডিয়ার আলাপ জমায়। রান্নির একটি রাবার বাগানে তাঁকে নিয়ে গিয়ে অভিযুক্ত ও তাঁর তিনজন সঙ্গী যৌন নির্যাতন চালায়।

পুলিশ জানিয়েছে, তদন্তে জানা গেছে যে ২০২৪ সালের জানুয়ারিতে একটি গাড়ির ভিতরে ও পাথানামথিট্টা জেনারেল হাসপাতালের ঘটনা মিলিয়ে অন্তত পাঁচটি ভিন্ন ভিন্ন সময়ে পাশবিক অত্যাচারের শিকার হন দলিত ক্রিয়াবিদ। সদ্য আঠারোতে পা দেওয়া নির্যাতিতার বছর, অভিযোগ ১৩ বছর বয়স থেকে ৬২ জন তাকে যৌন নিপীড়ন করেছে। পাশবিক এই ঘটনা সামনে আসে শিশু কল্যান কমিটি পরিচালিত কাউন্সিলিংয়ে। দলিত ক্রিয়াবিদের ওপর নীপিড়নের কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন প্রশাসনিক আধিকারিকরাও।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!